আমার স্বপন কিনতে পারে এমন আমির কই?
আমার জল ছবিতে রঙ মেলাবে এমন আবির কই?
আমার স্বপন কিনতে পারে এমন আমির কই?
আমার জল ছবিতে রঙ মেলাবে এমন আবির কই?
MUSIC TRACK BY UTTHAN GHATAK PLS LIKE
আমি দুখের সিংহাস্নে বসে সুখের বিচার করি
আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি
আমি দুখের সিংহাস্নে বসে সুখের বিচার করি
আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি
আমার পরম বন্ধু হবে এমন অধির কই?
আমার জল ছবিতে রঙ মেলাবে এমন আবির কই?
আমার স্বপন কিনতে পারে এমন আমির কই?
আমার জল ছবিতে রঙ মেলাবে এমন আবির কই?
MUSIC TRACK BY UTTHAN GHATAK
অসীম ধনে ধনী..দরিদ্র কে বলে আমায়
জাগরনে ঘুমিয়ে আছি বিনিদ্র কে বলে আমায়
আমি অসীম ধনে ধনী..দরিদ্র কে বলে আমায়
জাগরনে ঘুমিয়ে আছি বিনিদ্র কে বলে আমায়
আমি পথের দিশা ভূলে গিয়ে পথেই ফিরে আসি
আমি ভালোবাসার যন্ত্রণাকে আধীক ভালোবাসি
আমি পথের দিশা ভূলে গিয়ে পথেই ফিরে আসি
আমি ভালোবাসার যন্ত্রণাকে আধীক ভালোবাসি
আমায় ধারে বেঁধে রাখে এমন সে নীড় কৈ...
আমার জল ছবিতে রঙ মেলাবে এমন আবির কই?
আমার স্বপন কিনতে পারে এমন আমির কই?
আমার জল ছবিতে রঙ মেলাবে এমন আবির কই?