menu-iconlogo
huatong
huatong
avatar

কেড়ে নাও দু চোখের দৃষ্টি, এ্যান্ড্রু কিশোর

UZZALhuatong
🕊️💝UZZAL💝🅂🄷🄾🄿🄽🄾💝huatong
Lyrics
Recordings
গানঃ কেড়ে নাও দু'চোখের দৃষ্টি

এ্যালবামঃ ভালোবাসার জন্মদিন

শিল্পীঃ এ্যান্ড্রু কিশোর

স্বপ্ন ফ্যামিলির সৌজন্যে

room id 946260

কেড়ে নাও দুচোখের দৃষ্টি

কেড়ে নাও এবুকের নিশ্বাস

তবু আমি তোমাকেই চাইবো

যতদিন মনে আছে বিশ্বাস

হৃদয়ের চোখ দিয়ে আমি

তোমাকেই দেখবো যে বারে বার

বলছি আমি বলবো আবার

তুমি আমার,,,

তুমি আমার,,,

তুমি আমার,,,

তুমি আমার,,,

কেড়ে নাও দুচোখের দৃষ্টি

কেড়ে নাও এবুকের নিশ্বাস

তবু আমি তোমাকেই চাইবো

যতদিন মনে আছে বিশ্বাস

হৃদয়ের চোখ দিয়ে আমি

তোমাকেই দেখবো যে বারে বার

বলছি আমি বলবো আবার

তুমি আমার,,,

তুমি আমার,,,

তুমি আমার,,,

তুমি আমার,,,

স্বপ্ন ফ্যামিলির আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সবার প্রতি রইলো

room id 946260

বিরহের অনলে দাওনা আমায় তুমি পুড়িয়ে

বেদনার শ্রাবণে দাওনা আমায় তুমি ভিজিয়ে,

অপেক্ষা করুন

বিরহের অনলে দাওনা আমায় তুমি পুড়িয়ে

বেদনার শ্রাবণে দাওনা আমায়,তুমি ভিজিয়ে

এই মন এই জীবন জানবে না

সবই যে শুধুই তোমার

বলছি আমি বলবো আবার

তুমি আমার,,,

তুমি আমার,,,

তুমি আমার,,,

তুমি আমার,,,

স্বপ্ন ফ্যামিলি সাথে থাকুন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি,দয়া করে কেউ মিউজিক এবং লিরিক্স কপি করবেন না

Room Id 946260

হৃদয়ের বীণাতে রাখবো তোমায় সুরে সাজিয়ে

দুচোখের তারাতে রাখবো তোমার স্মৃতি ছড়িয়ে

অপেক্ষা করুন

হৃদয়ের বীণাতে রাখবো তােমায় সুরে সাজিয়ে

দুচোখের তারাতে রাখবো তোমার স্মৃতি ছড়িয়ে,

কষ্টের আধারে দাও ঠেলে দাও

এই জীবন তবু তোমার

বলছি আমি বলবো আবার

তুমি আমার,,,

তুমি আমার,,,

তুমি আমার,,,

তুমি আমার,,,

কেড়ে নাও দুচোখের দৃষ্টি

কেড়ে নাও এবুকের নিশ্বাস

তবু আমি তোমাকেই চাইবো

যতদিন মনে আছে বিশ্বাস

হৃদয়ের চোখ দিয়ে আমি

তোমাকেই দেখবো যে বারে বার

বলছি আমি বলবো আবার

তুমি আমার,,,

তুমি আমার,,,

তুমি আমার,,,

তুমি আমার,,,

সাথে থাকার জন্য

ধন্যবাদ

More From UZZAL

See alllogo

You May Like