ঘুমিয়ে গেছি আবারো
হারালো আমার দিনগুলো।
সময়ের আঘাতে, শুন্যতায় ভেসে গেছে।
অবাক সব সপ্ন নিজের সাথে গড়ি
ফিরে পেতে নিজেকে... আবার
কেনো আমার আকা সপ্নটা
ভেংগে দিয়ে গেলে অযথা...
অবাক সব স্বপ্ন নিজের সাথে গড়ি
ফিরে পেতে নিজেকে... আবার।
আমি একেছিলেম আমার আকাশটাকে
ছেড়া ছেড়া ভালোবাসায় মুঠোয় ভরে।
সপ্ন মাখা মেঘের দেয়ালে
আধার কালো জরালো।
আমারি আকাশ, আমার আকা ছবি
দিশেহারা আমারি মতো...