ASHA (Jiban Aamar Boro Bodle Gechhe) 
BAND : WARFAZE 
Uploaded By : DARK__MUSIC 
=========== 
জীবন আমার বড় বদলে গেছে 
তুমি কোথায় আছো কেমন 
আশা ছিল তোমাকে পাবার 
তুমি ছিলে হৃদয়ে আমার 
=== 
জীবন আমার বড় বদলে গেছে 
তুমি কোথায় আছো কেমন 
আশা ছিল তোমাকে পাবার 
তুমি ছিলে হৃদয়ে আমার 
DARK__MUSIC 
=========== 
প্রতিদিন আমার মনে পড়ে তোমায় অতীত স্মৃতিগুলো 
ভালোবাসা মনে আশা ছিলো কেন এমন হলো 
তোমাকে ভেবে মন আমার উদাস হতে চায় 
চলে গেলে কোথায় কোন দুর অজানায় 
=== 
জীবন আমার বড় বদলে গেছে 
তুমি কোথায় আছো কেমন 
আশা ছিল তোমাকে পাবার 
তুমি ছিলে হৃদয়ে আমার 
DARK__MUSIC 
=========== 
স্বপন নেই চোখে আশা নেই বুকে 
ভেঙ্গে গেল ঝড়ে 
আবেগ নেই মনে 
শুধু তোমায় পড়ে আমার মনে 
ব্যাথারই স্রোতে মন আমার হারাতে যে চায় 
চলে গেলে কোথায় কোন দূর অজানায় 
জীবন আমার বড় বদলে গেছে 
তুমি কোথায় আছো কেমন 
আশা ছিল তোমাকে পাবার 
তুমি ছিলে হৃদয়ে আমার 
== DARK__MUSIC ==