menu-iconlogo
logo

Aaina Mon Bhanga

logo
Lyrics

না রাখা কিছু কথা

সময়েরই ঝরা পাতা

দিয়ে যায় শুধু ব্যথা এই বুকে..

থেমে যাওয়া সেই গানে

জমে থাকা অভিমানে

বৃষ্টি থামে না দুচোখে

ও মন কাঁদেরে কাঁদেরে কাঁদেরে

স্মৃতি মোছে না...ও..

মন কাঁদেরে কাঁদেরে, কাঁদেরে

স্মৃতি মোছে না..

আয়না মন ভাঙ্গা আয়না

যায়না ব্যথা ভোলা যায়না

সয়না এই ব্যথা যে সয়না

ও সয়না এই ব্যথা যে সয়না

যত চাই ভুলে যেতে

মন চাই ব্যথা পেতে

তাই বুঝি প্রেম তাকে বলে না

হুম নিভে যাওয়া আলো ছায়া

ছিলো যদি মিছে মায়া

বৃষ্টি কেনো তা বলে না

ও মন কাঁদেরে কাঁদেরে কাঁদেরে

স্মৃতি মোছে না..ও..

মন কাঁদেরে কাঁদেরে কাঁদেরে

স্মৃতি মোছে না..

আয়না মন ভাঙ্গা আয়না

যায়না ব্যথা ভোলা যায়না

সয়না এই ব্যথা যে সয়না

ও সয়না এই ব্যথা যে সয়না

ধন্যবাদ

Aaina Mon Bhanga by Zubeen Garg - Lyrics & Covers