তুমার আমার প্রেম আমি আজও বুঝিনি
ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি
দূরে তবু দূরে সরে থাকতে পারিনি
কাছে এসে কেনো কাছে আসতে পারিনি
আমি আজও বুঝিনি
আমি আজও বুঝিনি
তুমার আমার প্রেম আমি আজও বুঝিনি
ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি
HUSSAIN
সুরে সুরে গানে কবিতায় তুমাকেই খুঁজে মন
তবু হায় তুমি দাও না ধরা
ও বারে বারে কথা থেমে যায় আরো একা এ জীবন
মনে হয় থাকি দিশেহারা
মনের অনুরাগে বাজে এ কুন রাগিণী
কাছে এসে কেনো কাছে আসতে পারিনি
আমি আজও বুঝিনি
আমি আজও বুঝিনি
তুমার আমার প্রেম আমি আজও বুঝিনি
ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি
এলো মেলো ঝড় এই বুকে কিছুতেই থামে না
কমে না তবু ভালবাসা
ও মেঘে মেঘে ঢাকা দুচোখে আসা রুধ্ উঠে না
কাটে না ধুয়া ধুয়া কুয়াশা
বুকের বেথা দাগে লেখো এ কুন কাহিনী
কাছে এসে কেনো কাছে আসতে পারিনি
আমি আজও বুঝিনি
আমি আজও বুঝিনি
তুমার আমার প্রেম আমি আজও বুঝিনি
ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি