menu-iconlogo
huatong
huatong
avatar

ghumonto shohor ঘুমন্ত শহরে

আইয়ুব বাচ্চুhuatong
mrock18huatong
Letras
Grabaciones
ঘুমন্ত শহরে রূপালী রাতে

স্বপ্নের নীল চাদর বিছিয়ে

কষ্টের শীতল আবরণ জড়িয়ে

আমি আছি আছি তোমার স্মৃতিতে

ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে

চলে গেছ এই হৃদয়টাকে ভেঙে

তুমি আমি একই শহরে

তবুও একাকী ভিন্ন গ্রহে

মনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে

অনন্ত প্রেম দিয়েছি উজার করে

নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে

পথে হেঁটেছি বাঁধা দুটি হাতে

দূর আঁধারের ভালোবাসায় হারাতে

ছুটেছিলাম সেই রূপালী রাতে

এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে

নিশি ব্যস্ত মানুষ হয়েছি কেমনে

সমুদ্র কোলাহলের মনে অবিরাম ক্ষণে

নগরের যত বিষাদ আমাকে ভর করে

দরজার চৌকাঠকে পিঁড়ি বানিয়ে

বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে

ঘুমন্ত শহরে রূপালী রাতে

স্বপ্নের নীল চাদর বিছিয়ে

কষ্টের শীতল আবরণ জড়িয়ে

আমি আছি আছি তোমার স্মৃতিতে

ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে

চলে গেছ এই হৃদয়টাকে ভেঙে

তুমি আমি একই শহরে

তবুও একাকী ভিন্ন গ্রহে

Más De আইয়ুব বাচ্চু

Ver todologo

Te Podría Gustar

ghumonto shohor ঘুমন্ত শহরে de আইয়ুব বাচ্চু - Letras y Covers