থাকলে প্রেমে স্বার্থের টান
অকালে হয় অবসান
থাকলে প্রেমে স্বার্থের টান
অকালে হয় অবসান
নিজের চোখে দেখলাম আমি
এমন এক প্রমাণ…
করবো না প্রেম আর কোনদিন
ধরছি দুইটা কান
আমি করবো না প্রেম আর কোনদিন
ধরছি দুই কান
থাকলে প্রেমে স্বার্থের টান
অকালে হয় অবসান
থাকলে প্রেমে স্বার্থের টান
অকালে হয় অবসান
নিজের চোখে দেখলাম আমি
এমন এক প্রমাণ…
করবো না প্রেম আর কোনদিন
ধরছি দুইটা কান
হায়রে…করবো না প্রেম আর কোনদিন
ধরছি দুই কান
Music Intro
সুখের আশায় প্রেম করিয়া
হইবা দুঃখের ভাগি
লোক সমাজে হইয়া দোষী
কানবা নিশি জাগে
Music Intro
ও…ও,ও,ও
সুখের আশায় প্রেম করিয়া
হইবা দুঃখের ভাগি
লোক সমাজে হইয়া দোষী
কানবা নিশি জাগে
আদর কইরা দিবো তোমার
কলিজা ধইরা টান…
আদর কইরা দিবো তোমার
কলিজা ধইরা টান…
হায়রে…করবো না প্রেম আর কোনদিন
ধরছি দুইটা কান
হায়রে…করবো না প্রেম আর কোনদিন
ধরছি দুইটা কান
Music Intro
ফান্দে পইরা যেমন কইরা
কান্দে জংলার পাখি
তার চেয়ে বেশি পাইবা আঘাত
মুছবা দুইটা আঁখি
Music Intro
ও…ও,ও,ও
ফান্দে পইরা যেমন কইরা
কান্দে জংলার পাখি
তার চেয়ে বেশি পাইবা আঘাত
মুছবা দুইটা আঁখি
লাগলে একবার কলঙ্কের দাগ
হারাইবা সম্মান…
তুমি,লাগলে একবার কলঙ্কের দাগ
হারাইবা সম্মান…
হায়রে…করবো না প্রেম আর কোনদিন
ধরছি দুইটা কান
হায়রে…করবো না প্রেম আর কোনদিন
ধরছি দুইটা কান
Music Intro
সহজ সরল মনটা লইয়া
করিয়া পিরিতি
জেনে শুনে করলাম আমি
নিজেই নিজের ক্ষতি
Music Intro
ও…ও,ও,ও
সহজ সরল মনটা লইয়া
করিয়া পিরিতি
জেনে শুনে করলাম আমি
নিজেই নিজের ক্ষতি
আশরাফুল কই থাকতে সময়
হও আকাশ সাবধান
আশরাফুল কই থাকতে সময়
হও আকাশ সাবধান
করবো না প্রেম আর কোনদিন
ধরছি দুইটা কান
হায়রে…করবোনা প্রেম আর কোনদিন
ধরছি দুইটা কান
[ধন্যবাদ সবাইকে]