menu-iconlogo
huatong
huatong
avatar

বলতে বলতে চলতে চলতে

ইমরানhuatong
spyro_starhuatong
Letras
Grabaciones
বলতে চেয়ে মনে হয়,

বলতে তবু দেয়না হৃদয়,

কতটা তোমায় ভালবাসি।

চলতে গিয়ে মনে হয়,

দূরত্ব কিছু নয়,

তোমারি কাছেই ফিরে আসি।

তুমি..তুমি তুমি

শুধু এই মনের আনাচে কানাচে,

সত্যি বলোনা কেউ কি

প্রেম হিনা কখনো বাঁচে।

তুমি..তুমি তুমি

শুধু এই মনের আনাচে কানাচে,

সত্যি বলোনা কেউ কি

প্রেম হিনা কখনো বাঁচে।

বলতে চেয়ে মনে হয়,

বলতে তবু দেয়না হৃদয়,

কতটা তোমায় ভালবাসি।

মেঘের খামে আজ তোমার নামে,

উড়োচিঠি পাঠিয়ে দিলাম,

পড়ে নিও তুমি মিলিয়ে নিও,

খুব যতনে যা লিখেছিলাম।

মেঘের খামে আজ তোমার নামে,

উড়োচিঠি পাঠিয়ে দিলাম,

পড়ে নিও তুমি মিলিয়ে নিও,

খুব যতনে যা লিখেছিলাম।

ও..চায় পেতে আরো মন,

পেয়েও এতো কাছে।

বলতে চেয়ে মনে হয়,

বলতে তবু দেয়না হৃদয়,

কতটা তোমায় ভালবাসি।

মন অল্পতে প্রিয় গল্পতে,

কল্পনায় স্বপ্ন আঁকে,

ভুল ত্রুটি আবেগি খুনশুটি,

সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে।

মন অল্পতে প্রিয় গল্পতে,

কল্পনায় স্বপ্ন আঁকে,

ভুল ত্রুটি আবেগি খুনশুটি,

সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে।

ও..চায় পেতে আরো মন,

পেয়েও এতো কাছে।

বলতে চেয়ে মনে হয়,

বলতে তবু দেয়না হৃদয়,

কতটা তোমায় ভালবাসি।

Singer sHiMuL

Más De ইমরান

Ver todologo

Te Podría Gustar