menu-iconlogo
huatong
huatong
avatar

রাত অনেক হলো ফিরে যাও

কুমার সানুhuatong
sr_nataliahuatong
Letras
Grabaciones
রাত অনেক হলো ফিরে যাও

এবার ফিরে যাও

কেউ যদি দেখে ফেলে হবে কি উপায়..

কলঙ্ক লাগবে যে তোমারই গায়

বলো না ফিরে যেতে বলো না

অামি যাব না..

কেউ যদি দেখে ফেলে দেখুক অামায়..

কলঙ্ক পিরীতের শোভা যে বাড়ায়...

আরো সব New HD Song পেতে

আমার Songbook এ ঘুরে আসুন

গান কপি করার আগে বিবেক কে প্রশ্ন করুন।

Engr Based

অামি তো সব টুকু দিয়েছি তোমায়...

আর কি দেবার অাছে বলো না আমায়..

এত জল নদীতে তবু তৃষা পায়

অারো কিছু পেতে মন শুধু চায়

কেন বোঝনা...কেন মানো না..

চুঁন বেশি খেলে পরে মুখ পুড়ে যায়

কলঙ্ক লাগবে যে তোমারই গায়

রাত অনেক হলো ফিরে যাও

এবার ফিরে যাও

আপনাদের গানটি ভালো লাগলে

অবশ্যই Follow করে সাথেই থাকুন।

Engr Based

একে তো তোমার প্রেমে হয়ে গেছি খুন..

অাঁধারে জ্বেলোনা আর নেশার অাগুন..

প্রেম অাগুনে পুড়ে পুড়ে খাঁটি হতে হয়

প্রেমিক করেনা কভু মরণেও ভয়

ওগো দেখোনা...চেয়ে দেখোনা..

মেঘের অাঁড়ালে ঐ চাঁদ ডুবে যায়..

কলঙ্ক লাগবে যে তোমারই গায়

রাত অনেক হলো ফিরে যাও

এবার ফিরে যাও

কেউ যদি দেখে ফেলে হবে কি উপায়..

কলঙ্ক লাগবে যে তোমারই গায়

বলো না ফিরে যেতে বলো না

অামি যাব না

কেউ যদি দেখে ফেলে দেখুক অামায়

কলঙ্ক পিরীতের শোভা যে বাড়ায়

রাত অনেক হলো ফিরে যাও

এবার ফিরে যাও...

ধন্যবাদ

Más De কুমার সানু

Ver todologo

Te Podría Gustar