menu-iconlogo
huatong
huatong
-priyo-emono-raat-cover-image

Priyo Emono Raat

নবধারাhuatong
༄bᵈ᭄🍁𝕄ℝ.𝕊𝔸𝕄🍁࿐নবধারাhuatong
Letras
Grabaciones
নবধারা সংগীত ভুবন

প্রিয়, এমন রাত যেন যায় না বৃথাই

প্রিয়, এমন রাত যেন যায় না বৃথাই

পরি চাঁপা রঙের শাড়ি, খয়েরি টিপ

জাগি বাতায়নে, জ্বালি আঁখি প্রদীপ

মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই

মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই

যেন যায় না বৃথাই,

প্রিয়, এমন রাত যেন যায় না বৃথাই

নবধারা সংগীত ভুবন

তুমি আসিবে বলে সুদূর অতিথি

জাগি চাঁদের তৃষা লয়ে কৃষ্ণা তিথী

তুমি আসিবে বলে সুদূর অতিথি

জাগি চাঁদের তৃষা লয়ে কৃষ্ণা তিথী

কভু ঘরে আসি কভু বাহিরে চাই

কভু ঘরে আসি কভু বাহিরে চাই

যেন যায় না বৃথাই,

প্রিয়, এমন রাত যেন যায় না বৃথাই

নবধারা সংগীত ভুবন

আজি আকাশে বাতাসে কানাকানি

জাগে বনে বনে নবফুলের বাণী

আজি আকাশে বাতাসে কানাকানি

জাগে বনে বনে নবফুলের বাণী

আজি আমার কথা যেন বলিতে পাই

আজি আমার কথা যেন বলিতে পাই

যেন বলিতে পায়, যেন যায় না বৃথাই

প্রিয়, এমন রাত যেন যায় না বৃথাই

প্রিয়, এমন রাত যেন যায় না বৃথাই

পরি চাঁপা রঙের শাড়ি, খয়েরি টিপ

জাগি বাতায়নে, জ্বালি আঁখি প্রদীপ

মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই

মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই

যেন যায় না বৃথাই,

প্রিয়, এমন রাত যেন যায় না বৃথাই

প্রিয়, এমন রাত যেন যায় না বৃথাই

Más De নবধারা

Ver todologo

Te Podría Gustar