menu-iconlogo
huatong
huatong
avatar

আমার বুকে যত কষ্ট আছে

নাসিরhuatong
❥︎𝄟≛⃝🍃𝑴𝑶𝑶𝑵♥𝑴𝑴𝑩❥𝄟≛⃝🍃huatong
Letras
Grabaciones
?আমার বুকে যত কষ্ট আছে?

কণ্ঠশিল্পী: নাসির

আমার বুকে যত, কষ্ট আছে..

সাগরের বুকে তত জলও নেই...

আমার বুকে যত, দুঃখ আছে..

সাগরের বুকে তত জলও নেই...

এত ভালোবেসে,,কষ্ট দেবে শেষে,

এত ভালোবে~সে কষ্ট দেবে শেষে,

ভাবতে অবাক লাগে তুমি কি সেই?...

আমার বুকে যত, কষ্ট আছে,

সাগরের বুকে তত জ~লও নেই..

মরে গেছে সব আশা, ভেঙ্গে দিয়েছো এ বুক,

কে আছে এমন দুঃখে দেবে ভরসা...

দুটি চোখে ঝরে আজ, বসন্ত এলে বরষা...

মরে গেছে সব আশা, ভেঙ্গে দিয়েছো এ বুক, কে আছে এমন, দুঃখে দেবে ভরসা,

দুটি চোখে ঝরে আজ, বসন্ত এলে বরষা...

হৃদয়ের যত ব্যাথা, যেন প্রীতিলতা..

হৃদয়ের যত ব্যাথা, যেন প্রীতিলতা...

জড়িয়ে থাকে শুধু, এই আমাকেই...

আমার বুকে যত, দুঃখ আছে,

সাগরের বুকে তত জ~লও নেই...

তোমারি সে ভালোবাসা, কেড়ে নিয়েছে যে সুখ,

কিছুতে আমায় সুখি, হতে দিলো না...

তুমি ভুলে যাবে হায়, এমনতো কথা ছিল না...

তোমারি সে ভালোবাসা, কেড়ে নিয়েছে যে সুখ, কিছুতে আমায় সুখি হতে দিল না.....

তুমি ভুলে যাবে হায়, এমনতো কথা ছিল না....

সময়ের অবকাশে, স্মৃতির নীল আকাশে,

সময়ের অবকাশে, স্মৃতির নীল আকাশে,

এখনো খুঁজি আমি, সেই তোমাকেই....

আমার বুকে যত দুঃখ আছে, সাগরের বুকে তত জলও নেই...

আমার বুকে যত কষ্ট আছে, সাগরের বুকে তত জলও নেই..

এত ভালোবেসে, কষ্ট দেবে শেষে..

এত ভালোবেসে, কষ্ট দেবে শেষে..

ভাবতে অবাক লাগে, তুৃমি কি সেই....

আমার বুকে যত কষ্ট আছে, সাগরের বুকে তত জ~লও নেই...

Más De নাসির

Ver todologo

Te Podría Gustar

website_song_tagtitle