menu-iconlogo
huatong
huatong
Letras
Grabaciones
ইন্দুবালা গো

Short cover

""

ইন্দুবালা গো ও ও ও ও ও

তুমি কোন আকাশে থাকো,

জোসনা কারে মাখো,

কার উঠোনে পরও ঝরিয়া!

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

ডুবিয়া মরিলাম,মরিয়া ডুবিলাম

তোমার ও প্রেমে পড়িয়া।।

ইন্দুবালা গো,ইন্দুবালা গো।

please like this song

মনের চালে দুঃখের বৃষ্টি,

ঝুম ঝুমাইয়া পড়ে,

একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে।

মনের চালে দুঃখের বৃষ্টি

ঝুম ঝুমাইয়া পড়ে,

একলা ঘরে ভালোবাসা কেঁদে,কেঁদে মরে।

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

ডুবিয়া মরিলাম,মরিয়া ডুবিলাম

তোমারি প্রেমে পড়িয়া,

ইন্দুবালা গো, ইন্দুবালা গো

"Thank you All friends"

Más De ফজলুর রহমান বাবু

Ver todologo

Te Podría Gustar