প্রেমে পরেছে মন,প্রেমে পরেছে।
প্রেমে পরেছে মন,প্রেমে পরেছে।
অচেনা এক মানুষ আমায়
পাগল করেছে।
প্রেমে পরেছে মন,প্রেমে পরেছে।
অচেনা এক মানুষ আমায়
পাগল করেছে।
সে যেন আমায় ডাকে
দেখিনা কোথাও থাকে।
ভালবাসায় জরিয়ে সে
আমায় ধরেছে।
প্রেমে পরেছে মন,প্রেমে পরেছে।
অচেনা এক মানুষ আমায়
পাগল করেছে।
সে আমার সাথে চলে কখনো কথা বলে।
কখনো অনুভবে মিশে আছে মনে হয়।
ভাবে মন আবুল তাবুল
লাগেরর পাগল পাগল।
কবে যে ভালবেসে
করবো আমি থাকে জয়।
সে যেন আমায় ডাকে
দেখিনা কোথাও থাকে।
ভালবাসায় জরিয়ে সে
আমায় ধরেছে।
প্রেমে পরেছে মন,প্রেমে পরেছে।
অচেনা এক মানুষ আমায়
পাগল করেছে।
রাতেরি ঘুম ভাঙিয়ে আমার এ মন সাজিয়ে।
সে আমায় চুয়ে চুয়ে স্বপ্ন যেন একে যায়।
মনেতে লাগে দোলা
এমন তো হয়নি আগে।
আমাকে কল্পনাতে উদাস করে রেখে যায়।
সে যেন আমায় ডাকে
দেখিনা কোথাও থাকে।
ভালবাসায় জরিয়ে সে
আমায় ধরেছে।
প্রেমে পরেছে মন,প্রেমে পরেছে।
অচেনা এক মানুষ আমায়
পাগল করেছে।
প্রেমে পরেছে মন,প্রেমে পরেছে
অচেনা এক মানুষ আমায়
পাগল করেছে।
সে যেন আমায় ডাকে
দেখিনা কোথাও থাকে।
ভালবাসায় জরিয়ে সে
আমায় ধরেছে।
প্রেমে পরেছে মন,প্রেমে পরেছে।
অচেনা এক মানুষ আমায়
পাগল করেছে।
প্রেমে পরেছে মন,প্রেমে পরেছে।
প্রেমে পরেছে মন,প্রেমে পরেছে।
প্রেমে পরেছে মন,প্রেমে পরেছে।