menu-iconlogo
huatong
huatong
avatar

ভালোবেসে যারা কেদেছে

মনির খানhuatong
missylchhuatong
Letras
Grabaciones
ভালোবেসে যারা কেদেছে

আমি যে তাদের একজন

ভালোবেসে যারা কেদেছে

আমি যে তাদের একজন

ভালোবাসা মানে চোখে জল এনে

দুরে সরে যায় স্বজন..

ভালোবেসে যারা কেদেছে

আমি যে তাদের একজন

প্রথমে ভালোবাসা বুকে বাধে ঘর

তারপর স্ব যতনে ভাঙে অন্তর

প্রথমে ভালোবাসা বুকে বাধে ঘর

তারপর স্ব যতনে ভাঙে অন্তর

প্রেম বহু রুপি এসে চুপি চুপি

নিরবে ভাষায় নয়ন

ভালোবেসে যারা কেদেছে

আমি যে তাদের একজন

ফাগুনে কাছে এসে রাঙিয়ে এই মন

তারপর বরষাতে ভেজায় ভুবন

হো.ফাগুনে কাছে এসে রাঙিয়ে এই মন

তারপর বরষাতে ভেজায় ভুবন

প্রেমি মরিচিকা আগুনের শিখা

নিরবে পুড়ায় জীবন

ভালোবেসে যারা কেদেছে

আমি যে তাদের একজন

ভালোবেসে যারা কেদেছে

আমি যে তাদের একজন

ভালোবাসা মানে চোখে জল এনে

দুরে সরে যায় স্বজন

ভালোবেসে যারা কেদেছে

আমি তাদের একজন

ধন্যবাদ

Más De মনির খান

Ver todologo

Te Podría Gustar