তুমি অনেক যত্ন করে
আমায় দুঃখ দিতে চেয়েছো..
দিতে পারনি..দিতে পারনি
কি তার জবাব দেবে
যদি বলি আমি কি হেরেছি..
তুমিও কি একটুও হারোনি.
তুমিও কি একটু ও হারোনি..
সবুজ পাতাকে ছিড়ে ফেলেছো –
ফুলেতে আগুন তুমি জ্বেলেছো..
সবুজ পাতাকে ছিড়ে ফেলেছে..
ফুলেতে আগুন তুমি জ্বেলেছো..
ফাগুনের সব কেড়ে নিয়েছো ..
স্মৃতিটুকু তার কেন কাড়নি..
কি তার জবাব দেবে
যদি বলি আমি কি হেরেছি ..
তুমিও কি একটুও হারোনি
তুমিও কি একটুও হারোনি..
Hamid_WE & Sabinayasmin05
অন্তরে আলো জ্বেলে রেখে..
দৃষ্টিকে গেছ শুধু আঁধারেতে ঢেকে
দৃষ্টিকে গেছ শুধু আঁধারেতে ঢেকে
নিজেকে প্রশ্ন করে দেখনা...
যার নাম তুমি আ…র লেখনা..
নিজেকে প্রশ্ন করে দেখনা..
যার নাম তুমি আ..র লেখনা...
কেন তাকে ধরে আছো হৃদয়ে..
বিদায়ের পথ কেন ছাড়নি...
কি তার জবাব দেবে
যদি বলি আমি কি হেরেছি ...
তুমিও কি একটুও হারনি
তুমিও কি একটুও হারনি..