----------
Track Upload JOYNATH Room ID 185646 (03/06/2023)
শিল্পী –মান্না দে, কথা-প্রণব রায়,
সুরকার -কমল দাসগুপ্ত (১৯৭৪)
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখোখানি
স্মৃতির মুকুরে মমো
আজো তবু ছায়া পড়ে রা~~নী~~~~
কতদিন..কতদিন দেখিনি তোমায়
----------
কত দিন তুমি নাই কা~~ছে,
তবু হৃদয়েরও তৃষা~~~~ জেগে আছে
কত দিন তুমি নাই কা~~~ছে
তবু হৃদয়েরও তৃষা,
জেগে আছে~~ জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জা~~নি~~~~
কতদিন.. কতদিন দেখিনি তোমায়
----------
শিল্পী –মান্না দে, কথা-প্রণব রায়,
সুরকার -কমল দাসগুপ্ত (১৯৭৪)
হয়তো তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী~~~~
মিউজিক
হেথা মোর দ্বীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
হেথা মোর দ্বীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মা~~নি~~~~~
কতদিন.. কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
কতদিন দেখিনি তোমায় ----------