menu-iconlogo
huatong
huatong
avatar

শাওন রাতে যদি

মান্না দে Manna Dey,Prabhas Deyhuatong
mikestevensmusichuatong
Letras
Grabaciones
শাওন রাতে যদি

মান্না দে( নজরুল গীতি)

.....................

আ....আ....আ...,

শাওন রাতে যদি,

স্বরনে আসে মোরে,

বাহিরে ঝড় বহে,

নয়নে বারি ঝরে,

শাওন রাতে যদি,

স্বরনে আসে মোরে,

বাহিরে ঝড় বহে,

নয়নে বারি ঝরে,

শাওন রাতে যদি।

.............

ভুলিয়ো স্মৃতি মম,

নিশীত স্বপন সম..,

ভুলিয়ো স্মৃতি মম,

নিশীত স্বপন সম,

আঁচলের গাঁথা মালা,

ফেলিয়ো পথ পরে,

বাহিরে ঝড় বহে,

নয়নে বারি ঝরে,

শাওন রাতে যদি।

.............

ঝুরিবে পূবালী বায়,

গহন দূর বনে,

ঝুরিবে পূবালী বায়,

গহন দূর বনে,

রহিবে চাহি তুমি,

একেলা বাতায়নে..,

বিরহি কুহু কেকা,

গাহিবে নীপ শাখে,

যমুনা নদী পাড়ে,

শুনিবে কে যেন ডাকে,

বিরহি কুহু কেকা,

গাহিবে নীপ শাখে,

যমুনা নদী পাড়ে,

শুনিবে কে যেন ডাকে,

বিজলী দ্বীপ শিখা ,

খুজিবে তোমায় প্রিয়া,

দু’হাতে ঢেকো আঁখি,

যদি গো জলে ভরে,

বাহিরে ঝড় বহে,

নয়নে বারি ঝরে,

শাওন রাতে যদি,

স্বরনে আসে মোরে,

বাহিরে ঝড় বহে,

নয়নে বারি ঝরে,

শাওন রাতে যদি।

Más De মান্না দে Manna Dey,Prabhas Dey

Ver todologo

Te Podría Gustar