menu-iconlogo
huatong
huatong
avatar

জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি Track Upload By Khondokar Ali

রিংকু/Rinku 🎧🌺Khondokar🌺𝔸𝕝𝕚🌺🇧🇩🇦🇷huatong
🎧🌺Khondokar🌺𝔸𝕝𝕚🌺🇧🇩🇦🇷huatong
Letras
Grabaciones
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি

Janite Chai Doyal Tomar

শিল্পীঃ রিংকু / Rinku

কথা ও সুরঃ বিজয় সরকার

Home Chord : F Major

Khondokar Ali

জানিতে চাই দয়াল তোমার

আসল নামটা কি? আমি

জানিতে চাই দয়াল তোমার

আসল নামটা কি?

আমরা বহু নামে ধরাধামে

বহু নামে ধরাধামে

কত রকমে ডাকি?

জানিতে চাই দয়াল তোমার

আসল নামটা কি? আমি

জানিতে চাই দয়াল তোমার

আসল নামটা কি?

Khondokar Ali

কেউ তোমায় বলে ভগবান

আবার গড কেউ করে আহ্বান।

কেউ খোদা, কেউ জিহুদা,

কেউ কয় পাপীয়ান। আবার,

কেউ খোদা, কেউ জিহুদা,

কেউ কয় পাপীয়ান।

গাইলাম জনম ভরে মুখস্থ গান

গাইলাম জনম ভরে মুখস্থ গান

মুখ বুলা টিয়াপাখী

জানিতে চাই দয়াল তোমার

আসল নামটা কি? আমি

জানিতে চাই দয়াল তোমার

আসল নামটা কি?

Khondokar Ali

সর্ব শাস্ত্রে শুনিতে যে পাই,

তোমার নাকি পিতামাতা নাই।

তবে তোমার নাম করন কে করলে সাঁই

বসে ভাবি তাই। তোমার,

নাম করন কে করলে সাঁই

বসে ভাবি তাই।

তুমি নামি কি অনামি হে সাঁই,

তুমি নামি কি অনামি হে সাঁই,

আমরা তার বুঝি বা কি!

জানিতে চাই দয়াল তোমার

আসল নামটা কি? আমি

জানিতে চাই দয়াল তোমার

আসল নামটা কি?

Khondokar Ali

আবার, কেহ পিতা কেহ পুত্র কয়,

ওরে, বন্ধু বলে কেউ দেয় পরিচয়।

তুমি,

সকলেরই সকল আবার কারো কিছুই নয়। তুমি,

সকলেরই সকল আবার কারো কেহ নয়।

তোমার যে আসল পরিচয়,

তোমার যে আসল পরিচয়,

কে জানে তা কি না কি!

জানিতে চাই দয়াল তোমার

আসল নামটা কি? আমি

জানিতে চাই দয়াল তোমার

আসল নামটা কি?

Khondokar Ali

পাগল, বিজয় বলে মনের কথা কই

আমি খাঁটি ভাবের পাগল নই।

আমার গোল বেঁধেছে মনের মাঝে

কাজেই পাগল হই, আমার

গোল বেঁধেছে মনের মাঝে

কাজেই পাগল হই।

আমার বুকে যা নাই মুখে তা কই

আমার বুকে যা নাই মুখে তা কই

কাঁটা কান চুলে ঢাকি।

জানিতে চাই দয়াল তোমার

আসল নামটা কি? আমি

জানিতে চাই দয়াল তোমার

আসল নামটা কি?

আমরা বহু নামে ধরাধামে

বহু নামে ধরাধামে

কত রকমে ডাকি?

জানিতে চাই দয়াল তোমার

আসল নামটা কি? আমি

জানিতে চাই দয়াল তোমার

আসল নামটা কি? আমি

জানিতে চাই দয়াল তোমার

আসল নামটা কি? আমি

জানিতে চাই দয়াল তোমার

আসল নামটা কি? ই ই ই

Khondokar Ali

Thank You So Much

Más De রিংকু/Rinku 🎧🌺Khondokar🌺𝔸𝕝𝕚🌺🇧🇩🇦🇷

Ver todologo

Te Podría Gustar