menu-iconlogo
huatong
huatong
avatar

সব লোকে কয় লালন কি জাত

লালন গীতিhuatong
mickus99huatong
Letras
Grabaciones
সব লোকে কয় লালন কি যাত সংসারে

সব লোকে কয় লালন কি যাত সংসারে

লালন বলে যাতের কি রুপ

লালন বলে যাতের কি রুপ

দেখলাম না দু'নজরে

সব লোকে কয় লালন কি যাত সংসারে

সব লোকে কয় লালন কি যাত সংসারে

কেও মালা কেও তবজি গলে

তাইতোরে জাত ভিন্ন বলে

কেও মালা কেও তবজি গলে

তাইতোরে জাত ভিন্ন বলে

কেও মালা কেও তবজি গলে

তাইতোরে জাত ভিন্ন বলে

যাওয়া কিংবা আসার বেলায়

যাওয়া কিংবা আসার বেলায়

জাতের চিন্ন নাইতো রে..

সব লোকে কয় লালন কি যাত সংসারে

সব লোকে কয় লালন কি যাত সংসারে

জগত যুরে জাতের কথা...

লোকে গল্প করে যথা তথা

জগত যুরে জাতের কথা

লোকে গল্প করে যথা তথা

জগত যুরে জাতের কথা

লোকে গল্প করে যথা তথা

লালন বলে জাতের খতনা

লালন বলে জাতের খতনা

ডুবিয়েছি সাধ বাজারে

সব লোকে কয় লালন কি যাত সংসারে

সব লোকে কয় লালন কি যাত সংসারে

Más De লালন গীতি

Ver todologo

Te Podría Gustar