menu-iconlogo
huatong
huatong
avatar

নীল আকাশের নীচে আমি Nil akasher niche ami

শিল্পী : রিংকুhuatong
panda56_starhuatong
Letras
Grabaciones
নীল আকাশের নীচে আমি

শিল্পী :রিংকু

মুল শিল্পী : খন্দকার ফারুক আহমেদ

নীল আকাশের নিচে আমি

রাস্তা চলেছি একা

নীল আকাশের নিচে আমি

রাস্তা চলেছি একা

এই সবুজের শ্যামল মায়ায়

এই সবুজের শ্যামল মায়ায়

দৃষ্টি পড়েছে ঢাকা...

নীল আকাশের নিচে আমি

রাস্তা চলেছি একা।

শনশন বাতাসের গুঞ্জণ

হলো চঞ্চল করে এই মন

আহা…ও ও হো…আহা হা হা ও হো…

শনশন বাতাসের গুঞ্জণ

হলো চঞ্চল করে এই মন

ডাক দিয়ে যায়, কার দুটি চোখ

ডাক দিয়ে যায়, কার দুটি চোখ

স্বপ্ন কাজল মাখা...

নীল আকাশের নিচে আমি ই

রাস্তা চলেছি একা

নীল আকাশের নীচে আমি ই

রাস্তা চলেছি একা।

ঝুরুঝুরু বকুলের গন্ধে

এই মৌমাছি দোলে একি ছন্দে

আহা...ও ও হো...আহা হা হা ও হো...

ঝুরুঝুরু বকুলের গন্ধে

এই মৌমাছি দোলে একি ছন্দে

বউ কথা কও ডাকে কেন

বউ কথা কও ডাকে কেন

বউ কি দেবে দেখা...

নীল আকাশের নীচে আমি ই

রাস্তা চলেছি একা

নীল আকাশের নীচে আমি ই

রাস্তা চলেছি একা

এই সবুজের শ্যামল মায়ায়

এই সবুজের শ্যামল মায়ায়

দৃষ্টি পড়েছে ঢাকা...

নীল আকাশের নীচে আমি ই

রাস্তা চলেছি একা।

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

Más De শিল্পী : রিংকু

Ver todologo

Te Podría Gustar