menu-iconlogo
huatong
huatong
--cover-image

গুন গুন মন ভ্রমরা

সন্ধ্যা মুখোপাধ্যায়huatong
62186931046huatong
Letras
Grabaciones
----------------

গুন গুন মন ভ্রমরা কোথা যাস কিসেরই তোরা,

কেন আর মিছে এ ফুল সে ফুল করা..

আকাশে রং ধরেছে নদী দুই কুলে ভরেছে,

এসেছে দারুন ফাগুন আগুন ভরা...

গুন গুন মন ভ্রমরা কোথা যাস কিসেরই তোরা,

কেন আর মিছে এ ফুল সে ফুল করা..

--------------------

লাল লাল পলাশের বনের ডাক শুনে কি.

দিন দিন রজনী ছিলে কাল গুনে কি…

লাল লাল পলাশের বনের ডাক শুনে কি.

দিন দিন রজনী ছিলে কাল গুনে কি…

হায়রে তোর বকুল শিমুল পারুল মরেছে,

নীল নীল রং পারিজাতের পাপড়ি ঝরেছে,

এবার যে তোর সময় হলো ঘরেতে ফেরার,

গুন গুন মন ভ্রমরা কোথা যাস কিসেরই তোরা,

কেন আর মিছে এ ফুল সে ফুল করা..

আকাশে রং ধরেছে নদী দুই কুলে ভরেছে,

এসেছে দারুন ফাগুন আগুন ভরা...

-----------------

গুন গুন গুঞ্জনের নেশায় সব ভুলেছে,

দোল দোল দোলনায় দোদুল দোল তুলেছে,

গুন গুন গুঞ্জনের নেশায় সব ভুলেছে

দোল দোল দোলনায় দোদুল দোল তুলেছে,

এমনি বীনার কদিন বাদ যাবে না,

টলমলমল ফুলের মধু স্বাদ পাবে না,

সময় তখন হবে দুচোখ ভোরে যে কাঁদার,

গুন গুন মন ভ্রমরা কোথা যাস কিসেরই তোরা,

কেন আর মিছে এ ফুল সে ফুল করা..

আকাশে রং ধরেছে নদী দুই কুলে ভরেছে,

এসেছে দারুন ফাগুন আগুন ভরা...

গুন গুন মন ভ্রমরা কোথা যাস কিসেরই তোরা,

কেন আর মিছে এ ফুল সে ফুল করা..

-সমাপ্ত -

Más De সন্ধ্যা মুখোপাধ্যায়

Ver todologo

Te Podría Gustar