menu-iconlogo
huatong
huatong
-oldbeatfm-presents-cover-image

চন্দনা পালঙ্কে শুয়ে OldbeatFM Presents

সন্ধ্যা মুখোপাধ্যায়huatong
OldbeatFMhuatong
Letras
Grabaciones
OldbeatFM Presents

চন্দনা পালঙ্কে শুয়ে

শিল্পী - সন্ধ্যা মুখোপাধ্যায়

চন্দনা পালঙ্কে শুয়ে..একা একা কি হবে?

জীবনে তোমায় যদি পেলাম না

চন্দনা পালঙ্কে শুয়ে..একা একা কি হবে?

জীবনে তোমায় যদি পেলাম না

শ্বেত পাথরের রাজপ্রাসাদে থেকে আর কি হবে?

জীবনে তোমায় যদি পেলাম না।

OldbeatFM Presents

নহবত সানাই বাজাক মনিহার কন্ঠ সাজাক,

নহবত সানাই বাজাক মনিহার কন্ঠ সাজাক।

আজ আমার ফুলে ছাওয়া চতূর্দোলা যাক বা না যাক।

আগুনের ফুলকি ঝরা আতশবাজির উৎসবে...!

কি হবে...?

জীবনে তোমায় যদি পেলাম

চন্দনা পালঙ্কে শুয়ে একা একা কি হবে?

জীবনে তোমায় যদি পেলাম না।

OldbeatFM Presents

শুনি যেই জয়ধ্বনি চারিধারে..

কাঁদে এই শূন্য হিয়া হাহাকারে!

শুনি যেই জয়ধ্বনি চারিধারে..

কাঁদে এই শূন্য হিয়া হাহাকারে!

মধু রাত স্বপ্ন ঝরাক আতরের গন্ধ ভরাক।

মধুরাত স্বপ্ন ঝরাক আতরের গন্ধ ভরাক।

আজ আমার বরণ ডালা হাজার দ্বীপে আলো ছড়াক।

সোনার এই মুকুট পরে অভিষেকের গৌরবে..

কি হবে....?

জীবনে তোমায় যদি পেলাম না

চন্দনা পালঙ্কে শুয়ে একা একা কি হবে..?

জীবনে তোমায় যদি পেলাম না

শ্বেত পাথরের রাজপ্রাসাদে থেকে আর কি হবে..?

জীবনে তোমায় যদি পেলাম না

this track created by OldbeatFM

Thank You

Más De সন্ধ্যা মুখোপাধ্যায়

Ver todologo

Te Podría Gustar