F.বিদেশেতে যাইবা তুমি
আমায় একা রাখিয়া
বিদেশেতে যাইবা তুমি
আমায় একা রাখিয়া
কেমন করে থাকবো তোমায় ভুলিয়া...
কেমন করে থাকবো তোমায় ভুলিয়া...
M.তোমার চোখে পানি দেখে
হৃদয় উঠে জ্বলিয়া
তোমার চোখে পানি দেখে
হৃদয় উঠে জ্বলিয়া
কিছু দিন পর আসবো দেশে ফিরিয়া...
কিছু দিন পর আসবো দেশে ফিরিয়া...
F.যাবো আমি ইয়ারপোটেতে....
হায় রে বন্ধু শেষ বিদাই তোমায় জানতে
M.বিদাই দিও হাসি মুখেতে.....
হায় রে বন্ধু বিদেশ যেন থাকি সুখেতে
বিদাই বেলাই দুই চোখের জ্বল
রাইখ তুমি বান্ধিয়া
F.শেষ বিদায়ে দুই চোখের জ্বল
দিও এক বার মুছিয়া
কেমন করে থাকবো তোমায় ভুলিয়া
M.কিছু দিন পর আসবো দেশে ফিরিয়া
F.মোবাইল ফোনে কইও গো কথা
হায়রে বন্ধু জুরাইবো মনের ব্যাথা
M.ফোন করিলে মোবাইল হাতে..
হায় রে বন্ধু থাইকো একা গোপনেতে
হৃদয়ের জমানো কথা কইবো দুজন খুলিয়া
F.কথায় কি আর ভিজে চিরা
পানিতে না ভিজাইয়া
কেমন করে থাকবো তোমায় ভুলিয়া
M.কিছু দিন পর আসবো দেশে ফিরিয়া
F.দেখে তুমি বিদেশি লাল মেয়ে...
হায় রে বন্ধু আমায় ভুইলা কইরোনা প্রেম
M.আমায় তুমি দূরে রাখিয়া...
হায় রে বন্ধু ভাব কইরনা সুযোগ পাইয়া
দেবর বিয়াইর মিষ্টি কথায়
দিও না পেচ লাগাইয়া
F.বিশ্বাস রাইখ এই আমানত
শুধু তোমার লাগিয়া
কেমন করে থাকবো তোমায় ভুলিয়া
M.কিছু দিন পর আসবো দেশে ফিরিয়া
F.বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া
বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া
কেমন করে থাকবো তোমায় ভুলিয়া
কেমন করে থাকবো তোমায় ভুলিয়া
M.তোমার চোখে পানি দেখে হৃদয় উঠে জ্বলিয়া
তোমার চোখে পানি দেখে হৃদয় উঠে জ্বলিয়া
কিছু দিন পর আসবো দেশে ফিরিয়া
F.কেমন করে থাকবো তোমায় ভুলিয়া
M.কিছু দিন পর আসবো দেশে ফিরিয়া
F.কেমন করে থাকবো তোমায় ভুলিয়া