menu-iconlogo
huatong
huatong
-oro-eka-ekaa-iage-amar-cover-image

Βoro eka ekaa Iage amar - ♪αȥρҽɾ.♠️

𝐉𝐀𝐙𝐏𝐄𝐑.♠️huatong
JAZPER.♠️huatong
Letras
Grabaciones
ও হো হো, হো হো হো..

বড় একা একা লাগে আমার,

বড় একা একা লাগে আমার

লাগে না ভালো আর

বড় একা একা লাগে আমার,

বড় একা একা লাগে আমার

লাগে না ভালো আর

লাগে না ভালো আর।

আছে ভালোবাসা নেই অধিকার,

আছে ভালোবাসা নেই অধিকার,

লাগে না ভালো আর,

লাগে না ভালো আর।

ও হো হো, হো হো হো..

আলেয়ার পিছে, ছুটে মিছেমিছে

বুঝিনি তো আলোর ভাষা ও..

আজকে তোমাকে হারিয়ে বুঝেছি

কাকে বলে ভালোবাসা।

আঁধারে খোঁজে মন, আলোকে সারাক্ষণ।

মেলে না, ওহোহো মেলে না।

করে তুমি তুমি মন যে আমার,

করে তুমি তুমি মন যে আমার

লাগে না ভালো আর,

লাগে না ভালো আর।

ও হো হো, হো হো হো..

চারিদিকে শুধু তোমার স্মৃতি আজ

নেই শুধু তুমি কাছে।

হায় যদি একবার যেতো গো জানানো

আমারও যে হৃদয় আছে।

জীবনের একটি ভুল, ঝরালো কত ফুল

জানিনা, ওহোহোহো জানিনা।

কাঁদে একা একা প্রাণ যে আমার,

কাঁদে একা একা প্রাণ যে আমার

লাগে না ভালো আর,

লাগে না ভালো আর।

ও হো হো, হো হো হো..

Más De 𝐉𝐀𝐙𝐏𝐄𝐑.♠️

Ver todologo

Te Podría Gustar