menu-iconlogo
huatong
huatong
avatar

Valobasha mane nil projapoti ভালোবাসা মানে নীল প্রজাপতি as

🎧★🅐🅜🅘🅣★🅡🅞🅝🅨★🎧huatong
★🅐🅜🅘🅣★🅡🅞🅝🅨★huatong
Letras
Grabaciones
Uploaded

by

ভালোবাসা মানে নীল প্রজাপতি

ভালোবাসা মানে হারমানা ক্ষতি

ভালোবাসা মানে রূপালী উজান

ভালোবাসা মানে জোছনার গান

ভালোবাসা মানে ঊষ্ণ সুখের

বরফ গলা নদী

ভালোবাসা মানে নীল প্রজাপতি

ভালোবাসা মানে হারমানা ক্ষতি

ভালোবাসা মানে স্মৃতি খুঁড়ে খুঁড়ে

দুঃখে ভাসা খেয়া

ভালোবাসা মানে ঘুমহীন একাকী

রাত্রি পাড়ি দেয়া

ভালোবাসা মানে স্মৃতি খুঁড়ে খুঁড়ে

দুঃখে ভাসা খেয়া

ভালোবাসা মানে ঘুমহীন একাকী

রাত্রি পাড়ি দেয়া

ভালোবাসা মানে

কবিতার একটি আহত চরণ

তোমাকে পেতাম যদি

ভালোবাসা মানে নীল প্রজাপতি

ভালোবাসা মানে হারমানা ক্ষতি

ভালোবাসা মানে ভেজা চোখ মুছে

আবার স্বপ্ন দেখা

ভালোবাসা মানে ফুলেরি কাছে

ঋণী হয়ে থাকা

ভালোবাসা মানে ভেজা চোখ মুছে

আবার স্বপ্ন দেখা

ভালোবাসা মানে ফুলেরি কাছে

ঋণী হয়ে থাকা

ভালোবাসা মানে

কবিতার একটি আহত চরণ

তোমাকে পেতাম যদি

ভালোবাসা মানে নীল প্রজাপতি

ভালোবাসা মানে হারমানা ক্ষতি

ভালোবাসা মানে রূপালী উজান

ভালোবাসা মানে জোছনার গান

ভালোবাসা মানে ঊষ্ণ সুখের

বরফ গলা নদী

ভালোবাসা মানে নীল প্রজাপতি

ভালোবাসা মানে হারমানা ক্ষতি

Thanks

Más De 🎧★🅐🅜🅘🅣★🅡🅞🅝🅨★🎧

Ver todologo

Te Podría Gustar