menu-iconlogo
huatong
huatong
avatar

ঐ আকাশের তারায় তারায় | Oi Akasher taray

2 Chainzhuatong
onenonlyloserhuatong
Letras
Grabaciones
ঐ আকাশে তারায় তারায়

শিল্পিঃ রাশেদ(ক্লোজ আপ ওয়ান)

ঐ আকাশে তারায় তারায়

চাদের জোসোনায়

ঝিরি ঝিরি কাপন তোলা

উদাসী হাওয়ায়

আমার হৃদয় জূড়েই আছো

স্মৃতির পাতায় পাতায়

স্মৃতির বুকে অশ্রু ঝরে

হৃদয় ভেসে যায়

আমি খুজেছি তোমায় মাগো

আমি খুজেছি তোমায়

আমি খুজেছি তোমায়...... মাগো

আমি খুজেছি তোমায়

HuMaYuN

কত স্বপ্ন ছিল বুকের ভেতর

তোমায় নিয়ে মাগো

সেই স্বপ্নগুলো থমকে আছে

তুমি এসে দেখো

Welcome to SLG group

কত স্বপ্ন ছিল বুকের ভেতর

তোমায় নিয়ে মাগো

সেই স্বপ্নগুলো থমকে আছে

তুমি এসে দেখো

তোমার ছেলের কাটছে সময়

কেমন অসহায়...

আমি খুজেছি তোমায় মাগো

আমি খুজেছি তোমায়

আমি খুজেছি তোমায় মাগো

আমি খুজেছি তোমায়

HuMaYuN

আজ ইচ্ছে করে তোমার কোলে

একটু মাথা রাখি

এই হৃদয়খানি উজার করে

মা বলে ডাকি

Welcome to SLG group

আজ ইচ্ছে করে তোমার কোলে

একটু মাথা রাখি

এই হৃদয়খানি উজার করে

মা বলে ডাকি

কেমন করে নীরব থাকো

কোন সে মমতায়....

আমি খুজেছি তোমায় মাগো

আমি খুজেছি তোমায়....

আমি খুজেছি তোমায় মাগো

আমি খুজেছি তোমায়

ঐ আকাশে তারায় তারায়

চাদের জোসোনায়

ঝিরি ঝিরি কাপন তোলা

উদাসী হাওয়ায়....

আমার হৃদয় জূড়েই আছো

স্মৃতির পাতায় পাতায়

স্মৃতির বুকে অশ্রু ঝরে

হৃদয় ভেসে যায়...

আমি খুজেছি তোমায় মাগো

আমি খুজেছি তোমায়

আমি খুজেছি তোমায় মাগো

আমি খুজেছি তোমায়

আমি খুজেছি তোমায়

আমি খুজেছি তোমায়

আমি খুজেছি তোমায়

আমি খুজেছি তোমায়

Más De 2 Chainz

Ver todologo

Te Podría Gustar

ঐ আকাশের তারায় তারায় | Oi Akasher taray de 2 Chainz - Letras y Covers