F:কিছু কথার পিঠে কথা
তুমি ছুঁয়ে দিলেই মুখরতা
হাসি বিনিময় চোখে চোখে
মনে মনে রয় ব্যাকুলতা
M:আমায় ডেকো একা বিকেলে
কখনো কোনো ব্যথা পেলে
F:আমায় রেখো প্রিয় প্রহরে
যখনই মন ক্যামন করে
M:কোনো এক রূপকথার জগতে
তুমি তো এসেছো আমারই হতে
F:কোনো এক রূপকথার জগতে
M:তুমি চিরসাথী আমার, জীবনের এই পথে
<< Upload BY ONGKUR >>
F:কোথাও ফুটেছে ফুল
কোথাও ঝরেছে তারা
কোথাও কিছু নেই
তোমার আমার গল্প ছাড়া
M:তুমি আমার স্বপ্ন সারথি
জীবনে তুমি সেরা সত্যি
F:তুমি আমার স্বপ্ন সারথি
জীবনে তুমি সেরা সত্যি
M:কোনো এক রূপকথার জগতে
তুমি তো এসেছো আমারই হতে
F:কোনো এক রূপকথার জগতে
M:তুমি চিরসাথী আমার, জীবনের
MF:এই পথে
<< Upload BY ONGKUR >>
F:সময় ফুরিয়ে যাক
প্রেমের কবিতা পড়ে
ছড়াও কিছু সুখ
যখন তোমার ইচ্ছে করে
M:তুমি আমার গল্প জোনাকি
তোমারই আশায় আশায় থাকি
তুমি আমার গল্প জোনাকি
তোমারই আশায় আশায় থাকি
F:কোনো এক রূপকথার জগতে
তুমি তো এসেছো আমারই হতে
M:কোনো এক রূপকথার জগতে
তুমি চিরসাথী আমার, জীবনের এই পথে