menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি কি দেখেছো কভু

Abdul Jabbarhuatong
starspahuatong
Letras
Grabaciones
তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়

দুঃখের দহনে করুন রোদনে

তীলে তীলে তার ক্ষয়,

তিলে তিলে তার ক্ষয়

তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়

দুঃখের দহনে করুন রোদনে

তীলে তীলে তার ক্ষয়,

তিলে তিলে তার ক্ষয়

নতুন গান পেতে আমাকে ফলো করুন

আপনাদের ভালো লাগা আমার স্বার্থকতা

আমি তো দেখেছি কত যে স্বপ্ন

মুকুলেই ঝরে যায়

শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়

আমি তো দেখেছি কত যে স্বপ্ন

মুকুলেই ঝরে যায়

শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়

আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়

দুঃখের দহনে করুন রোদনে

তীলে তীলে তার ক্ষয়

তীলে তীলে তার ক্ষয়

তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়

দুঃখের দহনে করুন রোদনে

তীলে তীলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে

জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে

প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে

জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে

কেউ তো জানেনা প্রাণের আকুতি

বারে বারে সে কি চায়

স্বার্থের টানে প্রিয়জন কেন

দূরে সরে চলে যায়

কেউ তো জানেনা প্রাণের আকুতি

বারে বারে সে কি চায়

স্বার্থের টানে প্রিয়জন কেন

দূরে সরে চলে যায়

ধরণীর বুকে পাশাপাশি তবু

কেউ বুঝি কারো নয়

দুঃখের দহনে করুন রোদনে

তীলে তীলে তার ক্ষয়

তীলে তীলে তার ক্ষয়

তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়

দুঃখের দহনে করুন রোদনে

তীলে তীলে তার ক্ষয়,

তিলে তিলে তার ক্ষয়

তুমি কি দেখেছ কভু ,,

ধন্যবাদ

Más De Abdul Jabbar

Ver todologo

Te Podría Gustar