ঠোঁটের মধু তিতা মধু
তেমন মধু কই গো কই
এমন তিতা আমার বঁধু
শিউরে উঠি সই গো সই
ঠোঁটের মধু তিতা মধু
তেমন মধু কই গো কই
এমন তিতা আমার বঁধু
শিউরে উঠি সই গো সই
আনবাড়ি যায় আমায় ফেলে
বাদল মেঘের ডাকে
একবারো সে ভাবে না গো
রাই কি করে থাকে
কি করে রাই কি করে রাই
কি করে রাই, কি করে
এই বুঝি যায় পিরিত ছুটে
সেই ভয়ে তে যায় মরে
কি করে রাই কি করে রাই
কি করে রাই, কি করে
এই বুঝি যায় পিরিত ছুটে
সেই ভয়ে তে যায় মরে
রুনুক ঝুনুক নুপুর পায়ে
চন্দ্রাবলী ওই চলে
ও বিশাখা ও ললিতা
ঐ নুপুরে কী বলে
কাজল আঁখি বড়োই বেশি
কাপছে যে তার দেখছি আজ
কেনো রাই এর মনেতে নেই
পরান কোণে ডাকছে বাজ
নিলাজ কালা এমন জ্বালা
কে কারে দেয় বল মোরে
নিলাজ কালা এমন জ্বালা
কে কারে দেয় বল মোরে
কি করে রাই কীকরে রাই
কি করে রাই, কী করে
এই বুঝি যায় পিরিত ছুটে
সেই ভয়ে তে যায় মরে।
কি করে রাই, কি করে রাই
কি করে রাই কি করে
এই বুঝি যায় পিরিত ছুটে
সেই ভয়ে তে যায় মরে।
যাও না বলো রাই কে গিয়ে
ভাবনা যেনো না করে
কে আছে আর সমান তাঁহার
শ্যাম পিয়ারীর ব্রজে রে
গোপিনীদের শতদলে বিধি লেখার টাকা নাই
টের পাবে ঠিক রাই কমলে
হায় তুলনা নাই রে নাই
সব সায়রে ফুল ফোটে গো
চাঁদ ওঠে রাই সায়রে
সব সায়রে ফুল ফোটে গো
চাঁদ ওঠে রাই সায়রে
কি করে রাই, কী করে রাই
কি করে রাই, কি করে
এই বুঝি যায় পিরিত ছুটে
সেই ভয়ে তে যায় মরে।
কি করে রাই, কি করে রাই
কি করে রাই কি করে
এই বুঝি যায় পিরিত ছুটে
সেই ভয়ে তে যায় মরে।
কি করে রাই, কী করে রাই
কি করে রাই, কি করে
এই বুঝি যায় পিরিত ছুটে
সেই ভয়ে তে যায় মরে।