আয় বিষ্টি ঝেঁপে
ধান দেবো মেপে
ধান গেলো গড়াগড়ি
বিষ্টি এলো তাড়াতাড়ি
আয় বিষ্টি ঝেঁপে
ধান দেবো মেপে
ধান গেলো গড়াগড়ি
বিষ্টি এলো তাড়াতাড়ি।
Interlude
ঐ আন্ধারে মেঘ ডাকিল
মনময়ূরী নাচিল
ঐ আন্ধারে মেঘ ডাকিল
মনময়ূরী নাচিল
আয়রে কালা বিষ্টি ভিজি চল
ও চলরে, ঝমঝমাঝম বিষ্টি ভিজি চল
ও কালারে ঝমঝমাঝম বিষ্টি ভিজি চল
আয় বিষ্টি ঝেঁপে
ধান দেবো মেপে
ধান গেলো গড়াগড়ি
বিষ্টি এলো তাড়াতাড়ি।
Interlude
কচু পাতা দিয়া রে
মাথা ঢাকা নিয়া রে
ক্যামনে একা যাবো যমুনায়
ঐ পিছল পিছল পথেতে
হাতখানি তোর হাতেতে
চল যাই চল কদমতলে চল
ও চলরে, ঝমঝমাঝম বিষ্টি ভিজি চল
ও কালারে ঝমঝমাঝম বিষ্টি ভিজি চল
আয় বিষ্টি ঝেঁপে
ধান দেবো মেপে
ধান গেলো গড়াগড়ি
বিষ্টি এলো তাড়াতাড়ি।
Interlude
ইমন বাদলদিনে রে
কালা কুথা গেলি রে
পীরিত আগুন গেল বাড়িয়া
ঐ অঙ্গ ভেজে জলেরে
আগুন জ্বলে মরমে
তুকে পাবার কতই করি ছল
ও চলরে, ঝমঝমাঝম বিষ্টি ভিজি চল
ও কালারে ঝমঝমাঝম বিষ্টি ভিজি চল
আয় বিষ্টি ঝেঁপে
ধান দেবো মেপে
ধান গেলো গড়াগড়ি
বিষ্টি এলো তাড়াতাড়ি
আয় বিষ্টি ঝেঁপে
ধান দেবো মেপে
ধান গেলো গড়াগড়ি
বিষ্টি এলো তাড়াতাড়ি।
Badal