DURJODHAN RANA
ও.............
ঠোঁটের মধু তিতা মধু
তেমন মধু কই গো কই
এমন তিতা আমার বধু
সিউরে উঠি সই গো সই
আন বাড়ি যায় আমায় ফেলে
বাদল মেঘের ডাকে
একবারও সে ভাবে না গো
রাই কি কোরে থা.....কে
কি করে রাই কি করে রাই
কি করে রাই কি করে
এই বুঝি যায় পিরিত ছুটে
সেই ভয়েতে যায় মরে
কি করে রাই কি করে রাই
কি করে রাই কি করে
এই বুঝি যায় পিরিত ছুটে
সেই ভয়েতে যায় মরে.......
Music
ও.............
রুনুক ঝুনুক নুপুর পায়ে
চন্দ্রাবলী ওই চলে
ও বিশাখা ও ললিতা
ওই নুপুরে কি বলে
কাজল আঁখি বড়ই বেশি
কাঁপছে যে তা দেখছি আজ
কেন রায়ের মনেতে মেঘ
পরান কোনে ডাকছে বাজ
নীলাজ কালা এমন জ্বালা
কে কারে দেয় বল মোরে
নীলাজ কালা এমন জ্বালা,
কে কারে দেয় বল মোরে
কি করে রাই কি করে রাই
কি করে রাই কি করে
এই বুঝি যায় পিরিত ছুটে
সেই ভয়েতে যায় মোরে
কি করে রাই কি করে রাই
কি করে রাই কি করে
এই বুঝি যায় পিরিত ছুটে
সেই ভয়েতে যায় মোরে...
Durjodhan Rana
যাও না বলো রাইকে গিয়ে
ভাবনা যেন না করে
কে আছে আর সমান তাহার
শ্যাম পিয়ারি ব্রজেরে
গোপিনীদের শতদলের
বিধিলেখা টাকা নাই
টের পাবে ঠিক রাইকমলের
হায় তুলনা নাইরে নাই
সব শায়রে ফুল ফোটে গো
চাঁদ উঠে রাই শায়রে
সব শায়রে ফুল ফোটে গো
চাঁদ উঠে রাই শায়রে
কি করে রাই কি করে রাই
কি করে রাই কি করে
এই বুঝি যায় পিরিত ছুটে
সেই ভয়েতে যায় মরে
কি করে রাই কি করে রাই
কি করে রাই কি করে
এই বুঝি যায় পিরিত ছুটে
সেই ভয়েতে যায় মরে
কি করে রাই কি করে
এই বুঝি যায় পিরিত ছুটে
সেই ভয়েতে যায় মরে ।
ধন্যবাদ