menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি দুঃখ দিলে কষ্ট দিলে

Akash Mahmudhuatong
shirley.hoskinshuatong
Letras
Grabaciones
তুমি দুঃখ দিলে কস্ট দিলে

মন তো দিলেনা

ভালবাসার নামে তুমি করলে ছলনা

দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলেনা

ভালবাসার নামে তুমি করলে ছলনা

কত ভালবাসি তুমায় সেতো বুঝলে না

কত ভালবাসি তুমায় সেতো বুঝলে না

আমার মনের মানুষ বন্ধু তুমি হইলেনা

তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলেনা

ভালবাসার নামে তুমি করলে ছলনা

আসা ছিলো তুমায় নিয়ে

সাজাবো জিবন

ভেঙে দিলে তুমি আমার

সুখেরই সপন

আসা ছিলো তুমায় নিয়ে

সাজাবো জিবন

ভেঙে দিলে তুমি আমার

সুখেরই সপন

কাছে এসে ভালবেসে আদর দিলেনা

কাছে এসে ভালবেসে আদর দিলেনা

আমার মনের মানুষ বন্ধু তুমি হইলেনা

তুমি দুঃখ দিলে কষ্ট মন তো দিলেনা

আমার মনের মানুষ বন্ধু তুমি হইলেনা

গানের শেষে লাইক দিন

তুমার লাগি সাজাই রাখছি

ফুলের ও সজ্জা

না আসিয়া লোক সমাজে

দিলে গো লজ্জা

তুমার লাগি সাজাই রাখছি

ফুলের ও সজ্জা

না আসিয়া লোক সমাজে

দিলে গো লজ্জা

মনের আসা রইলো মনে

পুর্ন হইলো না

মনের আসা রইলো মনে

পুর্ন হইলো না

আমার মনের মানুষ বন্ধু তুমি হইলেনা

তুমি দুঃখ দিলে কষ্ট দিলে

মন তো দিলেনা

আমার মনের মানুষ বন্ধু তুমি হইলেনা

কত ভালবাসি তুমায় সেতো বুঝলে না

কত ভালবাসি তুমায় সেতো বুঝলে না

আমার মনের মানুষ বন্ধু তুমি হইলেনা

তুমি দুঃখ দিলে কষ্ট দিলে

মন তো দিলেনা

আমার মনের মানুষ বন্ধু তুমি হইলেনা

লাইক দিন

Más De Akash Mahmud

Ver todologo

Te Podría Gustar