?বুঝিনাইরে আপন মানুষ ?
?এস এম মিলন ?
বুঝিনাইরে আপন মানুষ যাইবে একদিন চলে
বুঝিনাইরে আপন মানুষ যাইবে একদিন চলে
ভিতরেও জলে আগুন বাহিরেও জ্বলে
ভিতরেও জলে আগুন বাহিরেও জ্বলে
বুঝিনাইরে আপন মানুষ যাইবে একদিন চলে
বুঝিনাইরে আপন মানুষ যাইবে একদিন চলে
ভিতরেও জলে আগুন বাহিরেও জ্বলে
ভিতরেও জলে আগুন বাহিরেও জ্বলে
?এস এম মিলন ?
ছাইড়া যদি যাবিরে তুই কেন দিলি মন
আমার বুকটা খালি করে কারে করলি আপন
ছাইড়া যদি যাবিরে তুই কেন দিলি মন
আমার বুকটা খালি করে কারে করলি আপন
বুকে জ্বলে চিতার দহন তুই বন্ধু বিহনে
বুকে জ্বলে চিতার দহন তুই বন্ধু বিহনে
ভিতরেও জলে আগুন বাহিরেও জ্বলে
ভিতরেও জলে আগুন বাহিরেও জ্বলে
তোর পিরিতে অন্ধ ছিলাম করিয়া বিশ্বাস
তুই ছিলি মোর বাচা মরা ছিলিরে নিশ্বাস
তোর পিরিতে অন্ধ ছিলাম করিয়া বিশ্বাস
তুই ছিলি মোর বাচা মরা ছিলিরে নিশ্বাস
খাচা ছাইরা দিলি উরাল বলনা কোন কৌশলে
খাচা ছাইরা দিলি উরাল বলনা কোন কৌশলে
ভিতরেও জলে আগুন বাহিরেও জ্বলে
ভিতরেও জলে আগুন বাহিরেও জ্বলে
আপন মানুষ পর হইলি সাজিয়া পাষান
এস এম মিলন তোর কারনে দিলোরে কুলমান
আপন মানুষ পর হইলি সাজিয়া পাষান
এস এম মিলন তোর কারনে দিলোরে কুলমান
জালাইলি তোর মনের মত পিরিতের অনলে
জালাইলি তোর মনের মত পিরিতের অনলে
ভিতরেও জলে আগুন বাহিরেও জ্বলে