ভালোবাসি বেসে যাবো
শিল্পী-প্রতিক হাসান
*আপলোড বাই আল-আমিন
গানের মিতালী পরিবার
-----------
হে হে হে হে হে হে
হে হে হে হে হে হে
লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা
ভালোবাসি বেসে যাবো
যতদিন আছে নিঃশ্বাস
ছিলাম আছি থাকবো তোমার
হৃদয়ে রেখো বিশ্বাস
ভুলে যাবোনা দূরে রবোনা
ভয় পেওনা কারো হবোনা
তুমিও আমাকে ছেড়ে চলে যেওনা…..
ভালোবাসি বেসেই যাবো
যতদিন আছে নিঃশ্বাস
*আপলোড বাই আল-আমিন
--------------
চোখ থেকে মন যতোদূরে
থাকো তুমি তারও কাছে
তোমায় পেয়ে সব পেয়েছি
আর কি পাওয়ার আছে
------------
চোখ থেকে মন যতোদূরে
থাকো তুমি তারও কাছে
তোমায় পেয়ে সব পেয়েছি
আর কি পাওয়ার আছে
ভুলে যাবোনা দূরে রবোনা
ভয় পেওনা কারো হবোনা
তুমিও আমাকে ছেড়ে চলে যেওনা…..
ভালোবাসি বেসেই যাবো
যতদিন আছে নিঃশ্বাস
*আপলোড বাই আল-আমিন
------------
একমুঠো সুখ পাবো বলে
বারবার আসি ছুটে
তোমায় ভেবে হৃদয় জুড়ে
সুখেরি গোলাপ ফোটে
-----------
একমুঠো সুখ পাবো বলে
বারবার আসি ছুটে
তোমায় ভেবে হৃদয় জুড়ে
সুখেরি গোলাপ ফোটে
ভুলে যাবোনা দূরে রবোনা
ভয় পেওনা কারো হবোনা
তুমিও আমাকে ছেড়ে চলে যেওনা…..
ভালোবাসি বেসেই যাবো
যতদিন আছে নিঃশ্বাস
ছিলাম আছি থাকবো তোমার
হৃদয়ে রেখো বিশ্বাস
ভুলে যাবোনা দূরে রবোনা
ভয় পেওনা কারো হবোনা
তুমিও আমাকে ছেড়ে চলে যেওনা…..
ভালোবাসি বেসেই যাবো
যতদিন আছে নিঃ---শ্বাস
*ধন্যবাদ*