menu-iconlogo
huatong
huatong
avatar

Dukkho Diye Sukh Jodi Pao

aleya begumhuatong
sonker1huatong
Letras
Grabaciones
দুচোখ আমার নদী হলো ,

ওরে,দুচোখ আমার.. নদী হলো,,

আর কি দেখতে চাও রে বন্ধু

যত পারো ব্যাথা দিয়ে যাও

দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু

যতো পারো ব্যাথা দিয়ে যাও

দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু

যতো পারো ব্যাথা দিয়ে যাও

ষোলআনা মন সপিলাম

তবু দুঃখ,,দাও

ওরে বন্ধু তবু দুঃখ দাও ওরে

ষোলআনা মন সপিলাম

তবু দুঃখ, দাও ,

ওরে বন্ধু তবু দুঃখ দাও,,ওরে

আমার দেয়া গাঁথা মালা ,

আমার দেয়া গাঁথা মালা

কার গলায় পরাও রে বন্ধু

যত পারো,,ব্যাথা দিয়ে যাও

দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু

যতো পারো..ব্যাথা দিয়ে যাও

দুঃখে দুঃখে জনম গেলো

ভাসাই দুঃখের নাও

ওরে বন্ধু ভাসাই দুঃখের নাও ওরে

দুঃখে দুঃখে জনম গেলো ,

ভাসাই দুখের নাও

ওরে বন্ধু ভাসাই দুখের নাও ,ওরে

আমার বুকে আঘাত দিয়া

আমার বুকে,,আঘাত দিয়া

সুখের বৈঠা বাও রে বন্ধু

যত পারো ব্যাথা দিয়ে যাও

দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু

যতো পারো ব্যাথা দিয়ে যাও

আমার আশার,বাসর সজ্জায়

কারে বুকে লও

ওরে বন্ধু কারে বুকে লও ওরে

আমার আশার,,বাসর সজ্জায়

কারে বুকে লও

ওরে বন্ধু কারে বুকে লও,,ওরে

আলেয়ার দুঃখের দরদী

আলেয়ার দুঃখের দরদী

কোন বনে লুকাও রে ,বন্ধু

যত পারো..ব্যাথা দিয়ে যাও

দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু

যতো পরো,,ব্যাথা দিয়ে যাও ,,

Más De aleya begum

Ver todologo

Te Podría Gustar