menu-iconlogo
huatong
huatong
avatar

আমার মনের আকাশে আজ

Amar Moner Akashe Ajhuatong
nastar47huatong
Letras
Grabaciones
আমার মনের আকাশে আজ.

জলে, শুকতারা...

তোমার প্রেমের আবেশে আজ

হৃদয়, দিশেহারা..

এই জীবনে কখন কবে

তুমি দেবে সাড়া

এই জীবনে কখন কবে

তুমি দেবে সাড়া

আমার মনের আকাশে আজ.

জলে, শুকতারা...

তোমার প্রেমের আবেশে আজ.

হৃদয়, দিশেহারা...

ওগো তোমার ছবি, আমার মনে

যেদিন হলো আঁকা

সেদিন থেকে আমার আমি

নেই যেন আর একা

ওগো তোমার ছবি, আমার মনে

যেদিন হলো আঁকা

সেদিন থেকে আমার আমি

নেই যেন আর একা

তোমার মাঝেই হারিয়ে গেছে

এই জীবন ধারা..

তোমার মাঝেই হারিয়ে গেছে

এই জীবন ধারা..

আমার মনের আকাশে আজ.

জলে.,শুকতারা...

তোমার প্রেমের আবেশে আজ .

হৃদয়, দিশেহারা...

জানি চলার পথেই তোমার সাথে

আমার হবে দেখা.

দুটি মনের মিলন যদি

হয় কপালের লেখা

জানি চলার পথেই আমার সাথে,

তোমার হবে দেখা,

দুটি মনের মিলন যদি

হয় কপালের লেখা..

তা না হলে ব্যর্থ জীবন

তোমাকে ছাড়া..

তা না হলে ব্যর্থ জীবন

তোমাকে ছাড়া..

আমার মনের আকাশে আজ

জলে, শুকতারা...

তোমার প্রেমের আবেশে আজ

হৃদয়, দিশেহারা...

এই জীবনে কখন কবে

তুমি দেবে সাড়া

এই জীবনে কখন কবে

তুমি দেবে সাড়া..

আমার মনের আকাশে আজ.

জলে, শুকতারা...

তোমার প্রেমের আবেশে আজ.

হৃদয়, দিশেহারা...

Te Podría Gustar