menu-iconlogo
huatong
huatong
avatar

Joger anko sekhali na

Amrik Singh Arorahuatong
🌹ωєℓ¢σмє🌹huatong
Letras
Grabaciones
যোগের অংক শেখালি না

শেখালি বিয়োগ

তাই তো মাগো তোর সাথে

হলো না যোগাযোগ।।

যোগের অংক শেখালি না

শেখালি বিয়োগ

তাই তো মাগো তোর সাথে

হলো না যোগাযোগ।।

যোগের অংক শেখালি........ না........।

সারা জীবন ধরে আমি

গুন শিখে শিখে

মা মা সারা জীবন ধরে আমি

গুন শিখে শিখে

দ্বিগুনা গুন নিলাম আমি।।

দ্বিগুনা গুন নিলাম আমি।।

নিলাম এই বুকে

লক্ষ টাকা কোটি করার।।

লক্ষ টাকা কোটি করার।।

তাই তো বাড়ে লোভ মা

যোগের অংক শেখালি না

শেখালি বিয়োগ

তাই তো মাগো তোর সাথে

হলো না যোগাযোগ।

যোগের অংক শেখালি........ না........।

ভাগ করলে সইতে নারি,

কমে যাই যে জমিদারি।।

ভাগ করলে সইতে নারি,

কমে যাই যে জমিদারি।।

ভাগাভাগি করিস যদি।।

ভাগাভাগি করিস যদি।।

তাই তো মা তোর পায়ে পড়ি

অবশেষে শূন্য নিয়ে।।

অবশেষে শূন্য নিয়ে।।

বাড়ে আমার ভোগ মা

যোগের অংক শেখালি না,

শেখালি বিয়োগ,

তাই তো মাগো তোর সাথে,

হলো না যোগাযোগ।।

যোগের অংক শেখালি না

শেখালি বিয়োগ

তাই তো মাগো তোর সাথে

হলো না যোগাযোগ।

যোগের অংক শেখালি না।।

শেখালি বিয়োগ

তাই তো মাগো তোর সাথে

হলো না যোগাযোগ।

Más De Amrik Singh Arora

Ver todologo

Te Podría Gustar