menu-iconlogo
huatong
huatong
andrewkanak--cover-image

তুমি চাদের জোসনা নও

Andrew/kanakhuatong
pmoody_starhuatong
Letras
Grabaciones

তুমি চাদের জোসনা নও

তুমি ফুলের উপমা নও

তুমি চাদের জোসনা নও

ফুলের উপমা নও

নও কোন পাহাড়ী ঝড়না

আয়না.....

তুমি হৃদয়ের আয়না

তুমি সাগর নিলিমা নও

তুমি মেঘের বড়ষা নও

তুমি সাগর নিলিমা নও

মেঘের বড়ষা নও

তুমি শুধু আমারই গয়না

আয়না....

আমি হৃদয়ের আয়না

কবির লেখা যতো কবিতা

শিল্পির আকা যতো ছবি

তোমার তুমির কাছে

হার মেনে যায় যেন সবই

সাজের বেলা রাঙা গোধুলী

বড়ষা কালের ভরা নদী

তোমার রুপের কাছে

হার মেনে যায় যেন সবই

তুমি সাগর নিলিমা নও

তুমি মেঘের বড়ষা নও

তুমি সাগর নিলিমা নও

মেঘের বড়ষা নও

তুমি শুধু আমারই গয়না

আয়না....

আমি হৃদয়ের আয়না

Más De Andrew/kanak

Ver todologo

Te Podría Gustar