menu-iconlogo
huatong
huatong
andrew-kishorekanak-chapa-kichu-kichu-manusher-jibone-cover-image

Kichu Kichu Manusher Jibone

Andrew Kishore/Kanak Chapahuatong
autocont2huatong
Letras
Grabaciones
হুম...হুম...হুম..

হুম...হুম...হুম..

কিছু কিছু মানুষের জীবনে

ভালোবাসা চাওয়াটাই ভূল

কিছু কিছু মানুষের জীবনে

ভালোবাসা চাওয়াটাই ভূল

সারাটা জীবন ধরে দিতে হয়

শুধু সেই ভূলের মাশুল

কিছু কিছু মানুষের জীবনে

ভালোবাসা চাওয়াটাই ভূল

কিছু কিছু মানুষের জীবনে

ভালোবাসা চাওয়াটাই ভূল

সারাটা জীবন ধরে দিতে হয়

শুধু সেই ভূলের মাশুল

কিছু কিছু মানুষের জীবনে

ভালোবাসা চাওয়াটাই ভূল

বেধেছিল যে এই বুকে ঘর

সেই তুলেছে বুক ভাঙ্গা ঝর

যে আশা ছিলো স্বপ্নে আমার

সত্যি হয়ে উটলো না আর

কিছু কিছু মানুষের অন্তর

হয়ে যায় খেলার পুতুল

কিছু কিছু মানুষের জীবনে

ভালোবাসা চাওয়াটাই ভূল

চেয়েছি যাকে ভালোবেসে

অন্য কারো হয়ে গেছে সে

হ্রদয়ে প্রেমের ফুল ফোটালাম

বিণীময়ে তার কাটাই পেলাম

কিছু কিছু মানুষের ভাগ্যে

কোন দিন ফুটেই না ফুল

কিছু কিছু মানুষের জীবনে

ভালোবাসা চাওয়াটাই ভূল

কিছু কিছু মানুষের জীবনে

ভালোবাসা চাও্যাটাই ভূল

সারাটা জীবন ধরে দিতে হয়

শুধু সেই ভূলের মাশুল

কিছু কিছু মানুষের জীবনে

ভালোবাসা চাওয়াটাই ভূল

কিছু কিছু মানুষের জীবনে

ভালোবাসা চাও্যাটাই ভূল

সারাটা জীবন ধরে দিতে হয়

শুধু সেই ভূলের মাশুল

কিছু কিছু মানুষের জীবনে

ভালোবাসা চাও্যাটাই ভূল

Más De Andrew Kishore/Kanak Chapa

Ver todologo

Te Podría Gustar