menu-iconlogo
huatong
huatong
avatar

Ek Din Tomake na Dekhle boro kosto hoy

Andrew Kishore/Konok Chapahuatong
pciaverellihuatong
Letras
Grabaciones
একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়

একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়

সেই দিন টাই জেনো আমার বন্ধু নষ্ট হয়,

বড় কষ্ট হয়

একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়

একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়

সেই দিন টাই জেনো আমার বন্ধু নষ্ট হয়,

বড় কষ্ট হয়

আমি তোমারি সন্ধানে

এসেছি এ জগত মাঝে

তুমি বিহিন একা আমি

থাকতে আর পারিনা যে

আমি তোমারি সন্ধানে

এসেছি এ জগত মাঝে

তুমি বিহিন একা আমি

থাকতে আর পারিনা যে

তবু এইযে ভালোবাসা যথেষ্ট নয়,

বড় কষ্ট হয়

একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়

একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়

সেই দিন টাই জেনো আমার বন্ধু নষ্ট হয়,

বড় কষ্ট হয়

আমার সাড়া অন্তর জুড়ে

শুধু রয়েছো যে তুমি

তোমার বিরহে এ জীবন

হবে ধু,ধু মরুভূমি

আমার সাড়া অন্তর জুড়ে

শুধু রয়েছো যে তুমি

তোমার বিরহে এ জীবন

হবে ধু,ধু মরুভূমি

তবু এই যে চাওয়া পাওয়া যথেষ্ট নয়,

বড় কষ্ট হয়

একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়

একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়

সেই দিন টাই জেনো আমার বন্ধু নষ্ট হয়,

বড় কষ্ট হয়

একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়

একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়

সেই দিন টাই জেনো আমার বন্ধু নষ্ট হয়,

Más De Andrew Kishore/Konok Chapa

Ver todologo

Te Podría Gustar