menu-iconlogo
huatong
huatong
andrew-kishore--cover-image

ঘুমিয়ে থাকো গো সজনী

Andrew Kishorehuatong
TAPOS_Majumderhuatong
Letras
Grabaciones
ঘুমিয়ে থাকো গো সজনী

ফুলেরও বিছানায়

ঘুমিয়ে থাকো গো সজনী

Tapos Majumder

>>>>>>>>>>>>>

ঘুমিয়ে থাকো গো সজনী

ফুলেরও বিছানায়

ঘুমিয়ে থাকো গো সজনী ।

আকাশে রুপালী চাঁদ

চাঁদে ভরা জোছনায়

আকাশে রুপালী চাঁদ

চাঁদে ভরা জোছনায়

ঝরে পরুক তোমায় গায়

ঘুমিয়ে থাকো গো সজনী

ফুলেরও বিছানায়

ঘুমিয়ে থাকো গো সজনী

Tapos Majumder

>>>>>>>>>>>>>

বুকের গোরস্তানে তোমার

প্রেমের কবর দিয়ে

বেঁচে আছি ছিন্ন ভিন্ন

একটা জীবন নিয়ে

>>>>>>>>>>

বুকের গোরস্তানে তোমার

প্রেমের কবর দিয়ে

বেঁচে আছি ছিন্ন ভিন্ন

একটা জীবন নিয়ে

নয়ন জলের নদী বয়ে

আমার বুকের ব্যাথা লয়ে

নয়ন জলের নদী বয়ে

আমার বুকের ব্যাথা লয়ে

যাকনা তোমার আঙ্গিনায়

ঘুমিয়ে থাকো গো সজনী

ফুলেরও বিছানায়

ঘুমিয়ে থাকো গো সজনী

>>>>>>>>>>>>>

এই ঘুম যেন নাহি ভাংগে

ও প্রাণো প্রিয়ারে

এই ঘুম যেন নাহি ভাংগে ।

ঘুমের ঘরে সপ্নে আসি

যাবো তোমায় ভালবাসি

ঘুমের ঘরে সপ্নে আসি

যাবো তোমায় ভালবাসি

সোনার ময়ুর পংখি নায়

এই ঘুম যেন নাহি ভাংগে

ও প্রাণো প্রিয়ারে

এই ঘুম যেন নাহি ভাংগে

Tapos Majumder

>>>>>>>>>>>>>

তলিয়ে গেছে এ মন আমার

গভীর জলের তলে

প্রেমও পিপাসাতে বুকটা

জ্বলে কেবল জ্বলে

>>>>>>>>>>>>>

তলিয়ে গেছে এ মন আমার

গভীর জলের তলে

প্রেমও পিপাসাতে বুকটা

জ্বলে কেবল জ্বলে

আমার চতুর দুয়ার বন্ধ

থাকবো না আর তিলিক দন্ড

আমার চতুর দুয়ার বন্ধ

থাকবো না আর তিলিক দন্ড

তুমি বিহিন এই ধরায়

ঘুমিয়ে থাকো গো সজনী

ফুলেরও বিছানায়

ঘুমিয়ে থাকো গো সজনী ।

আকাশে রুপালী চাঁদ

চাঁদে ভরা জোছনায়

আকাশে রুপালী চাঁদ

চাঁদে ভরা জোছনায়

ঝরে পরুক তোমায় গায়

ঘুমিয়ে থাকো গো সজনী

ফুলেরও বিছানায়

ঘুমিয়ে থাকো গো সজনী

Tapos Majumder

thank you

Más De Andrew Kishore

Ver todologo

Te Podría Gustar