menu-iconlogo
huatong
huatong
andrew-kishore-ami-to-ekdin-chole-jabo-cover-image

Ami To Ekdin Chole Jabo

Andrew Kishorehuatong
rjp_starhuatong
Letras
Grabaciones

আমি তো একদিন চলে যাব

বেঁধে রাখা যাবেনা

অনেক দূরে,হারিয়ে যাব

কোথাও খুঁজে পাবে না না

আমিতো একদিন চলে যাব

বেঁধে রাখা যাবেনা

অনেক দূরে,হারিয়ে যাব

কোথাও খুঁজে পাবেনা

কেন মিছে মায়া বন্ধনে

আমায় বন্ধু তুমি জড়ালে...

এত ভালবেসে কেন বল

আমায় হৃদয় তুমি ভরালে

কেন মিছে মায়া বন্ধনে

আমায় বন্ধু তুমি জড়ালে..

এত ভালবেসে কেন বল

আমায় হৃদয় তুমি ভরালে

আমি তো একদিন চলে যাব

বেঁধে রাখা যাবেনা

অনেক দূরে,হারিয়ে যাব

কোথাও খুঁজে পাবে না না.

এই অন্তরে,ফুলের-ই বাসরে

কত যতনে,রেখেছি তোমারে আ..হা হা..

এই অন্তরে,ফুলের-ই বাসরে

কত যতনে,রেখেছি তোমারে

আমাকে তো পাবেনা,দু'হাত তুমি বাড়ালে

কেন মিছে মায়া বন্ধনে

আমায় বন্ধু তুমি জড়ালে

এত ভালবেসে কেন বল

আমায় হৃদয় তুমি ভরালে

আমি তো একদিন চলে যাব

বেঁধে রাখা যাবেনা

অনেক দূরে,হারিয়ে যাব

কোথাও খুঁজে পাবে না না.

তুমি ভূলনা,ভুলনা আমায়

লিখ নামটি স্মৃতিরও পাতায়,আ..হা..হা

তুমি ভূলনা,ভুলনা আমায়

লিখ নামটি স্মৃতিরও পাতায়,

বড় প্রেমে জ্বালা আছে,

এ কথা জানে সকলে

কেন মিছে মায়া বন্ধনে

আমায় বন্ধু তুমি জড়ালে

এত ভালবেসে কেন বল

আমায় হৃদয় তুমি ভরালে

আমি তো একদিন চলে যাব

বেঁধে রাখা যাবেনা

অনেক দূরে,হারিয়ে যাব

কোথাও খুঁজে পাবে না না

আমি তো একদিন চলে যাব

বেঁধে রাখা যাবেনা

অনেক দূরে,হারিয়ে যাব

কোথাও খুঁজে পাবে না

কেন মিছে মায়া বন্ধনে

আমায় বন্ধু তুমি জড়ালে

এত ভালবেসে কেন বল

আমায় হৃদয় তুমি ভরালে

কেন মিছে মায়া বন্ধনে

আমায় বন্ধু তুমি জড়ালে

এত ভালবেসে কেন বল

আমায় হৃদয় তুমি ভরালে.

=====================

====DONNOBAD===

Más De Andrew Kishore

Ver todologo

Te Podría Gustar