menu-iconlogo
huatong
huatong
avatar

2441139 Bela Bose

Anjan Dutthuatong
alariddifhuatong
Letras
Grabaciones

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ

এখন আর কেউ আটকাতে পারবে না

সমন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পার

মাকে বলে দাও বিয়ে তুমি করছ না

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ

এখন আর কেউ আটকাতে পারবে না

সমন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পার

মাকে বলে দাও বিয়ে তুমি করছ না

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি

আর মাত্র কয়েকটা মাস ব্যাস

স্টার্টিং এই ওরা ১১০০

দেবে তিন মাস পরে কনফার্ম

চুপ করে কেন বেলা কিছু বলছ না

এটা কি ২ ৪৪ ১১ ৩৯

বেলা বোস তুমি পারছ কি শুনতে?

১০ ১২ বার রং নাম্বার

পেরিয়ে তোমাকে পেয়েছি

দেবনা কিছুতেই আর হারাতে

হ্যালো ২ ৪৪ ১১ ৩৯

দিন না ডেকে বেলাকে একটি বার

মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে

জরুরী খুব জরুরী দরকার

......

স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি

এতদিন ধরে এত অপেক্ষা

রাস্তার কত সস্তা হোটেলে

বদ্ধ কেবিনে বন্দী দুজনে

রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা ।

স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি

এতদিন ধরে এত অপেক্ষা

রাস্তার কত সস্তা হোটেলে

বদ্ধ কেবিনে বন্দী দুজনে

রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা ।

আর কিছুদিন তারপর বেলা মুক্তি

কসবার এই নীল দেয়ালের ঘর

সাদাকাল এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে

তোমার আমার লাল নীল সংসার

এটা কি ২ ৪৪ ১১ ৩৯

বেলা বোস তুমি পারছ কি শুনতে?

১০ ১২ বার রং নাম্বার

পেরিয়ে তোমাকে পেয়েছি

দেবনা কিছুতেই আর হারাতে

হ্যালো ২ ৪৪ ১১ ৩৯

দিন না ডেকে বেলাকে একটি বার

মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে

জরুরী খুব জরুরী দরকার

চুপ করে কেন, একি বেলা তুমি কাঁদছ?

চাকরীটা আমি পেয়ে গেছি সত্যি

কান্না কাটির হল্লা হাটির সময় গেছে পেরিয়ে

হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি?

চুপ করে কেন, একি বেলা তুমি কাঁদছ?

চাকরীটা আমি পেয়ে গেছি সত্যি

কান্না কাটির হল্লা হাটির সময় গেছে পেরিয়ে

হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি?

এটা কি ২ ৪৪ ১১ ৩৯

বেলা বোস তুমি পারছ কি শুনতে?

১০ ১২ বার রং নাম্বার

পেরিয়ে তোমাকে পেয়েছি

দেবনা কিছুতেই আর হারাতে

হ্যালো ২ ৪৪ ১১ ৩৯

দিন না ডেকে বেলাকে একটি বার

মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে

জরুরী খুব জরুরী দরকার

হ্যালো ২ ৪৪ ১১ ৩৯,

২ ৪৪ ১১ ৩৯,

দুরছাই ২ ৪৪ ১১ ৩৯,

২ ৪৪ ১১ ৩৯,

২ ৪৪ ১১ ৩৯,

Más De Anjan Dutt

Ver todologo

Te Podría Gustar