menu-iconlogo
huatong
huatong
avatar

chader alo 2

Ankur mahamudhuatong
pamdelaoharehuatong
Letras
Grabaciones
তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো

তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো

তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো

তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো

আকাশ হতে চাইলে শুধু ছুঁয়ে দেখো আমাকে

রং বেরঙের ইচ্ছেগুলো দেখো ভাসছে মেঘের ভাজে

কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল

তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো

কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল

তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো

চিলেকোঠার জানালায় বসে আছো কেন বলতো

মিছে আশার খেলাঘর কেন বাধছো বলতো

চিলেকোঠার জানালায় কেন বসে আছো বলতো

মিছে আশার খেলাঘর কেন বাধছো বলতো

অলস দুপুর সন্ধ্যে বেলা আমায় তুমি দেখো

ইচ্ছে করে দুষ্টমিটা চোখের কোণে রেখো

কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল

তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো

কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল

তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো

তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো

তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো

তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো

তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো

আকাশ হতে চাইলে শুধু ছুঁয়ে দেখো আমাকে

রং বেরঙের ইচ্ছেগুলো দেখো ভাসছে মেঘের ভাজে

কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল

তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো

কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল

Más De Ankur mahamud

Ver todologo

Te Podría Gustar

chader alo 2 de Ankur mahamud - Letras y Covers