menu-iconlogo
logo

SOHAGE ADORE BELASHURU

logo
Letras
PAGLA_DA UPLOADS

SOHAGE ADORE-BELASHURU

ANUPAM ROY

সোহাগে আদরে, বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই

স্মৃতির সাগরে, ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই

ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো

কেউ বসে আছে তোমার অপেক্ষায়

আধখানা ভোরে, আলো-রেখা হয়ে ভালোবেসে যাই

Track by- PAGLA_DA

Music

কোলাহলে মাথা তুলে হাঁটি

কানে লেগে থাকে তোমার গলার স্বর

মোলায়েম রুমাল রোদে পরিপাটি

আমার প্রেমে লুকিয়ে ঈশ্বর

তোমার জানলায়, কেউ তারা গোনে তোমার অপেক্ষায়

শিশিরের রাতে, ঢাকা টেনে দিয়ে ভালোবেসে যাই

Music

হাওয়া তাকে এনে দিলো ডালপালা

আবছা হয়ে আসছে অহংকার

ভালো লাগে পুতুল পুতুল এই খেলা

এর নাম কেউ রেখেছে সংসার

তাই বারান্দায়, কেউ পথ চেয়ে তোমার অপেক্ষায়

সোহাগে আদরে, বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই

স্মৃতির সাগরে, ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই

ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো

কেউ বসে আছে তোমার অপেক্ষায়

আধখানা ভোরে, আলো-রেখা হয়ে ভালোবেসে যাই

হুমম... হুমমম.

..

PAGLA_DA Uploads

SOHAGE ADORE BELASHURU de Anupam Roy - Letras y Covers