menu-iconlogo
logo

Ei Mom Jochhonay Ango Bhijiye

logo
Letras

এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে

এসো না গল্প করি

এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে

এসো না গল্প করি

দেখো ঐ ঝিলিমিলি চাঁদ

সারারাত আকাশে শলমা জরি

এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে

এসো না গল্প করি

জাফ্রানী ঐ আলতা ঠোঁটে

মিস্টি হাসির গোলাপ ফোঁটে

মনে হয় বাতাসের ঐ দিলরুবাতে

সুর মিলিয়ে আলাপ ধরি

দেখো ঐ ঝিলিমিলি চাঁদ

সারারাত আকাশে শলমা জরি

এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে

এসো না গল্প করি

এই রুপসী রাত আর ঐ রুপালি চাঁদ

বলে জেগে থাকো

এই লগন আর কখনো

ফিরে পাবে নাকো

মখমলের ঐ সূঁচনি ঘাসে

বসলে না হয় একটু পাশে

মনে হয় মহুয়ার এই আতর মেখে

তোমার কোলে ঘুমিয়ে পড়ি

দেখো ঐ ঝিলিমিলি চাঁদ

সারারাত আকাশে শলমা জরি

এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে

এসো না গল্প করি