দেখলে তোমাকে মনে হয়
তুমি ছাড়া আর কেউ নয়
তোমারই আদর দিয়ে মোড়া
আমার এই নাছড় হৃদয়
বলোনা এমন কেন আমি
কেন রোজ পায় পাগলামি
কেন হয় এমন আমার
চোখ বুঝলে শুধু তুমি
চলো পাখি হই আকাশে
গাছের ডালে পাশে পাশে
চলো পাখি হই দু'ডানায়
যতোদূর উড়ে যাওয়া যায়!
তুমি যদি পলকে হারাও
যদি আর খবর না দাও
ধরে নিও আছি এখানেই
এতোদিন তার যেখানেই
তবে কেন মিছিমিছি চিন্তা আসে
চলো পাখি হই আকাশে
গাছের ডালে পাশে পাশে
চলো পাখি হই দু'ডানায়
যতোদূর উড়ে যাওয়া যায়!
হা........হা......
দাও আজ আশকারা দাও
বদলেতে যা চাইবে চাও
নানা কোনো চাওয়া পাওয়া নেই
শুধু তুমি থাকো পাশেই
রোদে রোদে মেঘে মেঘে ঘাসে ঘাসে
চলো পাখি হই আকাশে
গাছের ডালে পাশে পাশে
চলো পাখি হই দু'ডানায়
যতোদূর উড়ে যাওয়া যায়
চলো পাখি হই আকাশে
গাছের ডালে পাশে পাশে
চলো পাখি হই দু'ডানায়
যতোদূর উড়ে যাওয়া যায়!