menu-iconlogo
huatong
huatong
arman-alif-nesha-cover-image

Nesha নেশা

Arman Alifhuatong
reddog2548huatong
Letras
Grabaciones
তোমার নেশায় পইরা

আমি হইলাম দিওয়ানা,

তোমার জন্য হারায় গেলো

আমার ঠিকানা।

তোমার মতো থাকলা

তুমি খবর নিলা না,

তোমার কাজল রঙে রাঙাও

তুমি কার আঙিনা?

তোমার নেশায় পইরা

আমি হইলাম দিওয়ানা,

তোমার জন্য হারায় গেলো

আমার ঠিকানা।

তোমার মতো থাকলা

তুমি খবর নিলা না,

তোমার কাজল রঙে রাঙাও

তুমি কার আঙিনা?

আজ আমার ভেতর জুড়েই

শুধু নেশার বসবাস,

নেশা হাসায় নেশাই কাঁদায়,

নাই আমি আমার।

রোজ বিকালের মতো

তোমায় আর তো দেখিনা,

আমি আমার মতোই থাকবো ভালো

খবর নিও না।

song

এই …থাকতে হবে তোমায়

ছাড়া কথা ছিলো না,

আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে,

তুমি থাকো না।

আমার লাল রঙা হৃৎপিন্ড

হইতেছে কালো,

কলিজাটা যাক পুড়ে

তবু তুমি থাকো ভালো।

এই ….থাকতে হবে তোমায়

ছাড়া কথা ছিলো না,

আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে,

তুমি থাকো না।

আমার লাল রঙা হৃৎপিন্ড

হইতেছে কালো,

কলিজাটা যাক পুড়ে

তবু তুমি থাকো ভালো।

আজ আমার ভেতর জুড়েই

শুধু নেশার বসবাস,

নেশা হাসায় নেশাই কাঁদায়,

নাই আমি আমার।

রোজ বিকালের মতো

তোমায় আর তো দেখিনা,

আমি আমার মতোই থাকবো ভালো

খবর নিও না।

এই …আমি যেনো কোনদিনও

সিগারেট না ছুঁই,

বলতা তুমি করতা শাসন

লাগতো রে ভালোই।

আজ নিকোটিনে হইছে কালো

ভেতর ঘরের সব,

এখন শাসন করা মায়াবতি

কই গেলো কই?

এই …আমি যেনো কোনদিনও

সিগারেট না ছুঁই,

বলতা তুমি করতা শাসন

লাগতো রে ভালোই।

আজ নিকোটিনে হইছে কালো

ভেতর ঘরের সব,

এখন শাসন করা মায়াবতি

কই গেলো কই?

আজ আমার ভেতর জুড়েই

শুধু নেশার বসবাস,

নেশা হাসায় নেশাই কাঁদায়,

নাই আমি আমার।

রোজ বিকালের মতো

তোমায় আর তো দেখিনা,

আমি আমার মতোই থাকবো ভালো

খবর নিও না।

আজ আমার ভেতর জুড়েই

শুধু নেশার বসবাস,

নেশা হাসায় নেশাই কাঁদায়,

নাই আমি আমার।

রোজ বিকালের মতো

তোমায় আর তো দেখিনা,

আমি আমার মতোই থাকবো ভালো

খবর নিও না।

সমাপ্ত

Más De Arman Alif

Ver todologo

Te Podría Gustar