menu-iconlogo
huatong
huatong
avatar

Popcorn (Reprise Version)

Arpan/ARGHA/Sauravhuatong
michellefeathershuatong
Letras
Grabaciones
এ সড়ক পুরোনো, কত গল্প জড়ানো

নতুন কবিতার ছন্দে মেলাচ্ছে আবার

ভাঙা ভাঙা দেয়াল, আধুনিক বেসামাল

বেঁচে নেবার ইচ্ছেগুলো নিচ্ছে আকার

এলোমেলো মুহূর্ত যাবে জমে

দিন শেষে কালবৈশাখী

তুমি ভুলে যাবে দেখছি বাড়ি ফেরার পথ

ট্রাম লাইনে একলা পাখি

চারিদিকে বায়োস্কোপ

Popcorn নিয়ে বসে যা

শহরের শিলালিপি

চিত্রনাট্য লিখে যা

চারিদিকে বায়োস্কোপ

Popcorn নিয়ে বসে যা

শহরের শিলালিপি

চিত্রনাট্য লিখে যা

অলিগলি জুড়ে কত ভবঘুরে

তোর-আমার গল্প সুরে বাঁধবে আবার

ছোট ছোট ফ্রেমে আমি তোর প্রেমে

অল্প অল্প করে মুছবো আবার

তুই চাইলে নিয়ে আয় পক্ষীরাজ তোর

ছুটবো আবার শহরে

আজ হোক আকাশ মেঘলা বা হাওয়ায় মাতুক

মন মিশবে মনের গভীরে

চারিদিকে বায়োস্কোপ

Popcorn নিয়ে বসে যা

শহরের শিলালিপি

চিত্রনাট্য লিখে যা

চারিদিকে বায়োস্কোপ

Popcorn নিয়ে বসে যা

শহরের শিলালিপি

চিত্রনাট্য লিখে যা

Más De Arpan/ARGHA/Saurav

Ver todologo

Te Podría Gustar

Popcorn (Reprise Version) de Arpan/ARGHA/Saurav - Letras y Covers